
ফাইল ছবি
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হওয়ায় বিএনপির ৪৩ নেতানেত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তাদের প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর ও জেলা বিএনপির নেতারা। বহিষ্কারের চিঠিতে নির্বাচনে অংশ নেওয়া নেতারা ‘বেইমান, বিশ্বাসঘাতক ও মীরজাফর’ হিসেবে চিহ্নিত থাকবেন বলেও উল্লেখ করা হয়েছে।
৪৩ নেতার মধ্যে ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মেয়র প্রার্থী সালাউদ্দিন রিমন ছাড়াও রয়েছেন ৩৮ জন সাধারণ কাউন্সিলর ও ৪ নারী কাউন্সিলর প্রার্থী। শনিবার এ প্রার্থীদের শোকজ করে কেন্দ্রীয় কমিটি। বহিষ্কৃত নেতাদের মধ্যে আছেন– ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী, বর্তমান কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ তৌফিকুল হাদি, একই ওয়ার্ডের সদস্য মুফতি কমর উদ্দিন কামু; ৫ নম্বর ওয়ার্ডের কামাল মিয়া, ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম; ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী জেলা বিএনপির উপদেষ্টা গোলাম মোস্তফা কামাল ও ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুবের, ১৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী নজরুল ইসলাম মুনিম, ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিল্লুর রহমান উজ্জ্বল, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রকিব তুহিন, ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী এমসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বদরুল আজাদ রানা, ২৩ নম্বর ওয়ার্ডের জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালমান চৌধুরী শাম্মী, ওয়ার্ড বিএনপির সহসভাপতি মামুনুর রহমান মামুন; ২৫ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর, মহানগর মহিলা দলের সভাপতি রুকশানা বেগম শাহনাজ, ২৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী ওয়ার্ড বিএনপির সহসভাপতি সেলিম আহমদ রনি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আব্বাস, ৩৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উসমান হারুন পনির, ৩২ নম্বর ওয়ার্ডের প্রার্থী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন নাদিম, ৩৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন প্রমুখ।
এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আছেন– জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, মহানগর মহিলা দলের সহসভাপতি রুহেনা বেগম মুক্তা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-সিলেট ইউনিটের সদস্য জহুরা জেসমিন ও ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি কামরুন নাহার তান্নি।
মন্তব্য করুন