- বাংলাদেশ
- বরিশালে আ’লীগ প্রার্থীর গণসংযোগে কেন্দ্রীয় নেতারা
বরিশালে আ’লীগ প্রার্থীর গণসংযোগে কেন্দ্রীয় নেতারা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর জন্য ভোট চেয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি নগরীতে গণসংযোগ করেছে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট আফজাল হোসেন গণসংযোগে নেতৃত্ব দেন।
মঙ্গলবার সদর রোড আওয়ামী লীগ কার্যালয় চত্বর থেকে কেন্দ্রীয় নেতারা গণসংযোগ শুরু করে লাইন সড়কের মুখে গিয়ে শেষ করেন তাঁরা। এ সময় তাঁরা পথচারী ও সড়কের দু’পাশে ব্যবসায়ীদের কাছে নৌকা প্রতীকে ভোট চান।
কমিটির সমন্বয়কারী বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের বলেন, দলের সব নেতাকর্মী একজোট হয়ে নৌকা প্রতীকের জন্য কাজ করছেন। কেন্দ্রীয় নেতারা নেতাকর্মীর মধ্যে সেতুবন্ধ করছেন। তিনি দাবি করেন, এখানে দলে কোনো বিরোধ নেই। বরিশালবাসী নৌকার পাশে আছেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর এবং জেলার সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে নৌকা প্রতীকের সমর্থনে আজ দুপুরে নগরীতে যুব মহিলা লীগের মিছিল হয়। প্রার্থী আবুল খায়েরের সহধর্মিণী লুনা আবদুল্লাহ মিছিলে নেতৃত্ব দেন।
এর আগে বগুড়া সড়কে ক্রাউন কনভেশন হলে জেলা ও মহানগর যুবলীগের মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। বক্তারা বলেন, আবুল খায়ের মেয়র নির্বাচিত হলে নগর উন্নয়নে সরকারি বরাদ্দের পাশাপাশি দাতা সংস্থারও অর্থ আসবে।
অন্যদিকে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বিকেলে ২৬ নম্বর ওয়ার্ডের চরজাগুয়ায় গণসংযোগকালে বলেন, হাতপাখা প্রতীকের অপ্রতিরোধ্য যাত্রায় আতঙ্কিত হয়ে একটি কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে। তারা ভোটারদের প্রতারিত করার পাঁয়তারা চালাচ্ছে। আইনিভাবে এসব মোকাবিলার পদক্ষেপ নিয়েছে ইসলামী আন্দোলন। মেয়র নির্বাচিত হলে বরিশালে বেকারত্ব লাঘবে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন মুফতি ফয়জুল।
মন্তব্য করুন