- বাংলাদেশ
- ‘প্রেমিকাকে নিয়ে ব্যঙ্গ করায় শিশুকে শ্বাসরোধ করে হত্যা’
‘প্রেমিকাকে নিয়ে ব্যঙ্গ করায় শিশুকে শ্বাসরোধ করে হত্যা’

প্রতীকী ছবি
কুড়িগ্রামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে জেলা সদরের বেলগাছা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক কিশোর ও তার বাবা প্রদীপ চন্দ্রকে আটক করেছে পুলিশ।
নিহত শিক্ষার্থীর নাম সিমাত চন্দ্র (১২)। সে মানিক চন্দ্রের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।
ওসি জানান, আটক কিশোরের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির অন্যত্র বিয়ে হয়। এ নিয়ে নিহত সিমাতসহ অনেকেই ওই কিশোরকে নিয়ে ব্যঙ্গ করত। মঙ্গলবার রাতে সিমাত আটক কিশোরকে এ নিয়ে আবারও ব্যঙ্গ করে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে সিমাতকে শ্বাসরোধ করে হত্যা করে অভিযুক্ত কিশোর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন