- বাংলাদেশ
- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে বিদ্যুতের ভেলকিবাজি চলছে: জোনায়েদ সাকি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে বিদ্যুতের ভেলকিবাজি চলছে: জোনায়েদ সাকি

সমাবেশে বক্তব্য রাখছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি: সমকাল
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে দেশে বিদ্যুতের ভেলকিবাজি চলছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
তিনি বলেছেন, সরকার এখন আর উন্নয়নের ঢোল পেটায় না, শতভাগ বিদ্যুতের কথা বলে না। তারা টাকা ছাপানোর সিদ্ধান্ত নিচ্ছে। এই টাকা ছাপা হলে দিনমজুর, কৃষক-শ্রমিকের আরও খারাপ অবস্থা হবে। দ্রব্যমূল্যের আরও দাম বাড়বে।
বুধবার বিকেলে রংপুর প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের ঢাকা-দিনাজপুর রোডমার্চ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, বর্তমান অবৈধ সরকারের কাছে দেশের নাগরিকসহ সার্বভৌম নিরাপদ নয়। এই সরকার ক্ষমতায় থাকলে অনিরাপদ হয়ে উঠবে সবার জীবন। তাই এই অবৈধ সরকারের গলায় গামছা পেঁচিয়ে ক্ষমতা থেকে নামাতে হবে। আর তাদের ক্ষমতায় রাখা যাবে না।
তিনি বলেন, সরকার লুটপাট করে বিদেশের মাটিতে আরাম-আয়েশের ব্যবস্থা করছে নিজেদের জন্য, আর দেশের মানুষ কষ্ট ভুগছে। এ দেশের মানুষ এখন আর ঘুমাতেও পারছেন না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে বিদ্যুতের ভেলকিবাজি চলছে। সরকার এখন আর উন্নয়নের ঢোল পেটায় না, শতভাগ বিদ্যুতের কথা বলে না। তারা টাকা ছাপানোর সিদ্ধান্ত নিচ্ছে। এই টাকা ছাপা হলে দিনমজুর, কৃষক-শ্রমিকের আরও খারাপ অবস্থা হবে। দ্রব্যমূল্যের আরও দাম বাড়বে। কেননা সরকার সিন্ডিকেট ভাঙতে পারবে না। সরকারই সিন্ডিকেট তৈরি করে এর ভাগ নিচ্ছে।
তিনি আরও বলেন, জনজীবনের সংকট মোকাবিলা ও গণতান্ত্রিক আর্থসামাজিক পরিবর্তনে সাত দফা দিয়েছি। এই সাত দফার মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার সম্ভব। আমরা বিদ্যুৎসহ অন্যান্য বিষয় নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। ঈদের পরেই গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামীর সরকার গঠন করা হবে।
মার্কিন ভিসানীতির কারণে পুলিশ কৌশল অবলম্বন করে আমাদের রোডমার্চে বাধা দিচ্ছেন মন্তব্য করে জোনায়েদ সাকি বলেন, সরকারদলীয় অঙ্গ সংগঠন আমাদের সমাবেশের স্থলে শান্তি সমাবেশের ডাক দিচ্ছে। আর সেই অজুহাত দিয়ে পুলিশ বাধা দিচ্ছে। কারা কারা বাধা দিচ্ছেন, কারা সমস্যা তৈরি করছেন তাদের তালিকা হচ্ছে। ১৪ বছরে অনেক বাধা দিয়েছেন। এবারে জনতা জেগে উঠেছে। জেগে ওঠা জনতার আদালত থেকে রক্ষা পাবেন না।
অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে গণতন্ত্র মঞ্চের ঢাকা-দিনাজপুর রোডমার্চ উপলক্ষে সমাবেশে গণতন্ত্র মঞ্চ, রংপুরের সমন্বয়ক আমিন উদ্দিনের সভাপতিত্বে ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য অ্যাডভোকেট রায়হান কবীরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীসহ স্থানীয় নেতারা।
এর আগে রংপুর প্রেস ক্লাবের সামনে সড়ক বন্ধ করে সমাবেশ করতে চাইলে পুলিশের সঙ্গে গণতন্ত্র মঞ্চের কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে পুলিশের ধাক্কাধাক্কিতে গণতন্ত্র মঞ্চের দুইজন আহত হন। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে সড়কের একপাশে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন