দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষী উপপরিদর্শক আশেকুর রহমানকে অপহরণের পর উদ্ধার করা হয়েছে।
গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে একটি গোষ্ঠী তাঁকে অপহরণ করে। বুধবার তাঁকে উদ্ধার করা হয়েছে। রাতে পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দক্ষিণ সুদানের মালাকাল টিম সাইটে নিয়োজিত পুলিশ কম্পোন্যান্টের সঙ্গে নিয়মিত নিরাপত্তা টহলের সময় আশেকুর অপহরণের শিকার হন। বর্তমানে তিনি সুস্থ আছেন। তিনি ব্যক্তিগত পুলিশ কর্মকর্তা (আইপিও) হিসেবে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছেন।

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ পুলিশের সব শান্তিরক্ষী সুস্থ ও নিরাপদে আছেন।