জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অছাত্রদের হল থেকে বের করাসহ তিন দাবিতে অনশনরত শিক্ষার্থী সামিউল ইসলাম ৮ দিন পর অনশন ভেঙেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ সাব্বির আলমের উপস্থিতিতে পানি পান করে তিনি অনশন ভাঙেন। 

পরে বেলা সোয়া ১২টার দিকে সামিউলকে বরাদ্দকৃত মীর মশাররফ হোসেন হলের ৪১৭ নম্বর কক্ষে পৌঁছে দেন প্রাধ্যক্ষ। একই সঙ্গে তার কক্ষে থাকা ছাত্রত্ব শেষ হয়ে যাওয়া শিক্ষার্থী সবুজ রায়কে হল থেকে বের করে দেওয়া হয়। 

সামিউল ইসলাম বলেন, আমি সাতদিন অনশন করেছি। তিনটা দাবির বাস্তবায়ন আমি দেখতে চেয়েছিলাম। প্রাধ্যক্ষ স্যারের সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে গত কয়েকদিনের কার্যক্রম দেখিয়েছেন, সঙ্গে ১ মাসের সময় নিয়েছেন। এই সময়ে মধ্যে তিনি দাবিগুলো বাস্তবায়ন করবেন। আর আমার দাবিগুলো যাতে রাজনৈতিক রূপ না পায়, সেজন্য প্রাধ্যক্ষের সঙ্গে আলোচনা করে অনশন ভেঙেছি। 

গত মঙ্গলবার রাতে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় ভয় পেয়ে অনশন ভেঙেছেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলায় আমি শঙ্কিত না। যদি শঙ্কিত হতাম, তাহলে বুধবার দিবাগত রাত দুইটার দিকে চিকিৎসাকেন্দ্র থেকে ফিরে আবার হলের সামনে অবস্থান নিতাম না। 

মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সাব্বির আলম বলেন, আজ সকালে সামিউল একজন সাংবাদিকের উপস্থিতিতে আলোচনার সাপেক্ষে অনশন ভেঙেছে। এখন তার জন্য বরাদ্দকৃত কক্ষে সে অবস্থান করছে।