ভূমি মন্ত্রণালয়ের সার্ভেয়ার পদে চাকরির মৌখিক পরীক্ষায় প্রার্থীর পক্ষে প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন চার ব্যক্তি। পরে তাঁদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ে মৌখিক পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। 

প্রক্সি দিতে আসা চারজন হলেন– পাবনার সাঁথিয়া উপজেলার পূর্ব ভবানীপুর গ্রামের রাকিবুল ইসলাম, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কৈল গ্রামের জহিরুল ইসলাম, ভোলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী গ্রামের হিরণ শিকদার ও পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া গ্রামের ওমর ফারুক শুভ। তাঁদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে।

ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, বৃহস্পতিবার ওই চারজন মৌখিক পরীক্ষা দেওয়ার সময় ভাইভা বোর্ড সদস্যদের সন্দেহ হয়। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা প্রক্সি দিতে আসার কথা স্বীকার করেন।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে ভাইভা বোর্ডের সদস্যরা সব প্রার্থীর লিখিত পরীক্ষার খাতার হাতের লেখা ও প্রাপ্ত নম্বরের সঙ্গে মৌখিক পরীক্ষা চলাকালে হাতের লেখা ও দক্ষতা মিলিয়ে দেখছিলেন। এ সময় বিষয়ের ওপর তাঁদের জ্ঞানের দক্ষতা এবং হাতের লেখার সঙ্গে প্রাপ্ত নম্বর এবং খাতার হাতের লেখার গরমিল থাকায় ভাইভা বোর্ডের সন্দেহ হয়। এর পর জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন– চার প্রার্থীর পক্ষে তাঁরা লিখিত পরীক্ষা দিয়েছিলেন।

গত ৫ জুন গণবিজ্ঞপ্তির মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন ও প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য চাকরি প্রার্থীদের সতর্ক করেছে ভূমি মন্ত্রণালয়। গত ৩১ জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে ২৮১ জন সার্ভেয়ার (গ্রেড ১৪) পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরে ২ জুন লিখিত পরীক্ষায় ২২০ জন উত্তীর্ণ হন। উত্তীর্ণদের আগামী ১৩ জুন পর্যন্ত চার দিনব্যাপী মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার ছিল মৌখিক পরীক্ষার প্রথম দিন।

/এসআর/