বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জনসের (বামোস) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রফেসর ডা. মহিউদ্দিন আহমেদ প্রেসিডেন্ট, ডা. এস এম আনোয়ার সাদাত জেনারেল সেক্রেটারি ও ডা. মো. হেলাল উজ্জামান ট্রেজার নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ নির্বাচন। 

নতুন কমিটির নির্বাচিত অন্যরা হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে প্রফেসর ডা. মো. ওয়ারেছ উদ্দীন, ভাইস প্রেসিডেন্ট পদে অধ্যাপক ডা. নাসির উদ্দিন ও ডা. মো. হাবিবুল হাসান নির্বাচিত হন। 

জয়েন্ট সেক্রেটারি পদে ডা. মো. মাসুদুর রহমান, ডা. নৌশাদ কায়সার পাঠান ও ডা. মোহাম্মদ জাফর কামাল নির্বাচিত হন। 

অরগানাইজিং ও অ্যাসিস্ট্যান্ট অরগানাইজিং সেক্রেটারি নির্বাচিত হন যথাক্রমে ডা. কে এম আহসান কবির ও ডা. মো. রায়হান-উল আরেফীন। 

অফিস সেক্রেটারি ডা. এ.কে.এম শাহনাওয়াজ আলী রাজা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. আল হাসান মো. বায়জীদ, প্রেস অ্যাড পাবলিকেশন সেক্রেটারি ডা. মো. মোস্তাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. ফারহানা জামান, একাডেন কা সেক্রেটারি ডা. শাহীন আহমেদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. ফজলে রাব্বী তৈমুর ফরেন অ্যাফেয়ার্স সেক্রেটারি ডা. আব্দুল্লাহ আল-মাসুদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. সাজিদ হাসান, সাইন্টিফিক সেক্রেটারি ডা. মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. মহিউল আলম সিদ্দিক, ইনফরমেশন টেকনোলজি (আইটি) সেক্রেটারি ডা. মনজুর-ই-মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. আপেল মামুদ, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি ডা. মো. আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. ফারজানা সুলতানা, এন্টারটেইনমেন্ট সেক্রেটারি ডা. ইশাত-ই-রব্বান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. মো. আলী হোসেন তালুকদার ও কালচারাল সেক্রেটারি ডা. মো. মোস্তাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. মো. মাসুকুর রহমান নির্বাচিত হন। 

সদস্য পদে যথাক্রমে ডা. এ টি এম সাইফুল ইসলাম, ডা. মো. ইমরুল হাসান, ডা. আব্দুলাহ আল ফারুক, ডা. মো. শাহজাহান আলী, ডা. মুহাম্মদ মুবাশ্বিরুল হক, ডা. মুহাম্মদ মোর্শেদ আলম, ডা. মোছা. মৌসুমি আক্তার, ডা. দিপায়ন বিশ্বাস দিপু নির্বাচিত হন।

নবনির্বাচিত কমিটি বর্তমান প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ইসমত আরা হায়দারের নেতৃত্বে আগামী দুই বছর রোগীর কল্যাণে কাজ করবেন।  


বিষয় : বামোস

মন্তব্য করুন