দীর্ঘ প্রতিক্ষার পর শুক্রবার রাজবাড়ীতে বৃষ্টির দেখা মিলেছে। এতে আবহাওয়া হয়েছে অনেকটা ঠান্ডা। স্বস্তি নেমে এসেছে জনজীবনে।

কয়েকদিন ধরে তীব্র তাবদাহ চলছিল রাজবাড়ীতে। সেই সঙ্গে ছিল লোডশেডিং। প্রচন্ড গরমে হাঁসফাঁস করছিল সাধারণ মানুষ।

দিনমজুর ও শ্রমিকদের কাজ করা দুরূহ হয়ে পড়ে। বৃষ্টির জন্য রাজবাড়ীতে বিশেষ মোনাজাতও করেন মুসল্লিরা।

শুক্রবার দুপুর ১২টার দিকে আকাশ মেঘলা হয়ে আসে। সেই সঙ্গে বইতে থাকে বাতাস।

দুপুর পৌনে দুইটার দিকে এক পশলা বৃষ্টি নামে। এতে আবহাওয়া ঠান্ডা হয় আর স্বস্তি নেমে আসে মানুষের মাঝে।