- বাংলাদেশ
- অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে ইতালি-উরুগুয়ে
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে ইতালি-উরুগুয়ে

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে ইতালি। ছববি: টুইটার
আর্জেন্টিনায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইতালি ও উরুগুয়ে। সেমিফাইনালে ইসরায়েলকে হারিয়েছে উরুগুয়ে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় পেয়েছে ইতালি।
বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে জয় পায় উরুগুয়ে। ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে আসা ইসরায়েলকে ১-০ গোলে হারায় লাতিন আমেরিকা অঞ্চলের দল উরুগুয়ে। গোল করেন দলটির ১৯ বছর বয়সী মিডফিল্ডার অ্যান্ডারসন দুয়ার্তে।
এরপর বৃহস্পতিবার রাতের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে ইতালি। এশিয়া ও ইউরোপের বয়সভিত্তিক এই দুই দলের মধ্যে দুর্দান্ত লড়াই হয়েছে। ইতালি অনূর্ধ্ব-২০ দল ১৪ মিনিটে প্রথম গোল করে। ২৩ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। এরপর ৮৬ মিনিটে গোল করে জয় তুলে নেয় ইতালি।
আগামী ১২ জুন বাংলাদেশ সময় রাত তিনটায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইতালি ও উরুগুয়ে। তার আগে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে ১১ জুন ইসরায়েল ও দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে। এই ইসরায়েলকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে স্বাগত জানাতে অস্বীকার করায় আসরের স্বত্ব হারিয়েছে ইন্দোনেশিয়া।
মন্তব্য করুন