- বাংলাদেশ
- কৌশলে মেসির প্রসঙ্গ এড়ালেন রোনালদো
কৌশলে মেসির প্রসঙ্গ এড়ালেন রোনালদো

লা লিগায় মেসি-রোনালদোর দ্বৈরথ দেখে বড় হয়েছে একাধিক প্রজন্ম। রোনালদো রিয়াল ছাড়লেও জুভেন্টাস- ম্যানসিটির হয়ে ইউরোপেই ছিলেন। এরপর কাতার বিশ্বকাপে ম্যানসিটির সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ায় ইউরোপ ছেড়ে সৌদি ক্লাব আল নাসরে নাম লেখান পর্তুগীজ তারকা।
এদিকে পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হওয়ায় সৌদি ক্লাবের লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা। সমর্থকেরাও খুব করে চাইছিলেন মেসি যেন সৌদি ক্লাবেই আসেন। কিন্তু পরিবারের কথা ভেবে মেসি যোগ দিলেন ইন্টার মিয়ামিতে। এর মধ্য দিয়ে দুই প্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ আর দেখা হচ্ছে না ফুটবল সমর্থকদের।
মেসি মিয়ামিতে যোগ দেবার ঘোষণার আগেই মেসিসহ বেনজেমাদের সৌদিতে আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন রোনালদো। বেনজেমা সৌদির ক্লাব আল-ইত্তিহাদে যোগ দিলেও মেসি মধ্যপ্রাচ্যে যাননি।
সম্প্রতি উরসু নামের এক পানির কোম্পানির প্রচারণা অনুষ্ঠানে যোগ দেন পর্তুগিজ তারকা। সেখানেই মেসির প্রসঙ্গে আনেন সাংবাদিকরা। অনুষ্ঠানে পর্তুগিজ এই তারকা ফুটবলার বলেন, 'আমি ফুটবল নিয়ে কথা বলতে চাই না। শুধু পানি নিয়ে কথা বলতে চাই। সৌদি আরবে সবাইকে স্বাগত। এই লিগ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই।'
মন্তব্য করুন