ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের ওপর হামলার দায়ে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা সোহেলকে সাময়িক বরখাস্ত করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড। 

বৃহস্পতিবার রাতে অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। 

অফিস আদেশ সূত্রে জানা যায়, গত বুধবার অগ্রণী ব্যাংক কর্মকর্তা কর্তৃক ইবি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে বিভাগের শিক্ষার্থীরা। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা সোহেল মাহমুদ ব্যাংকের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় ব্যাংকের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ অবস্থায় কর্তৃপক্ষের অনুমতিক্রমে অগ্রণী ব্যাংক কর্মচারী চাকরি প্রবিধানমালা-২০০৮ এর ৪৪ ধারা মোতাবেক ব্যাংক কর্মকর্তা সোহেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, ৮ জুন থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, বুধবার কুষ্টিয়া হাউজিং ডি ব্লক আবাসিক এলাকায় হাটতে বের হন অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এসময় তার ওপর হামলা করেন অগ্রণী ব্যাংক চৌড়হাস শাখার কর্মকর্তা সোহেল মাহমুদ। এ ঘটনায় অভিযুক্ত ব্যাংকারের শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া অগ্রণী ব্যাংক ইবি শাখার ম্যানেজার হাসিমুর রহমানের মাধ্যমে ব্যাংকের চেয়ারম্যানের কাছে অভিযুক্তের শাস্তির দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন তারা। 

এদিকে ইবি শিক্ষকের ওপর হামলায় তীব্র নিন্দা ও অভিযুক্তের শাস্তি চেয়ে বিবৃতি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।