- বাংলাদেশ
- মিয়ামির হয়ে যেদিন অভিষেক হতে পারে মেসির
মিয়ামির হয়ে যেদিন অভিষেক হতে পারে মেসির
-samakal-64834ff878c47.jpg)
বার্সেলোনাসহ ইউরোপের বেশ কিছু ক্লাবে চুক্তির প্রস্তাব ছিল লিওনেল মেসির। লোভনীয় পারিশ্রমিকে সৌদি ক্লাব আল হিলালও মেসিকে পেতে আগ্রহী ছিল। কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। এরপরই শুরু হয়ে যায়, মিয়ামির জার্সি গায়ে কবে মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক।
পিএসজির সঙ্গে ৩০ জুন চুক্তির মেয়াদ শেষে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে ইন্টার মিয়ামির হয়ে যাবেন মেসি। মেজর লিগ সকারে গ্রীষ্মকালীন দলবদল শুরু হবে ৫ জুলাই থেকে। অর্থাৎ এর আগ পর্যন্ত অন্তত মেসির ইন্টার মিয়ামিতে অভিষেকের সম্ভাবনা নেই। অভিষেকের সম্ভাব্য তিনটি তারিখের কথা জানা যাচ্ছে। ৮ জুলাই ডিসি ইউনাইটেড ও ১৫ জুলাই সেন্ট লুইস সিটির মাঠে খেলবে মায়ামি। ২১ জুলাই লিগস কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ দলটির।
ইন্টার মিয়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তি হবে তিন মৌসুমের। প্রথম দুই মৌসুম শেষে চাইলে চলে যেতে পারবেন, এই শর্ত রাখা হবে চুক্তিপত্রে। আর মেয়াদ বাড়ানোর বিষয়টি অবশ্যই দুই পক্ষের সম্মতির ভিত্তিতে হতে হবে।
এদিকে মেসির এক ঘোষণায় মিয়ামি ম্যাচের টিকিটের দাম বেড়েছে ১০৩৪ শতাংশ। মঙ্গলবার পর্যন্ত ক্রুজ আজুলের বিপক্ষে মিয়ামির ম্যাচের টিকিটের দাম ছিল ২৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩১৩৩ টাকা। বুধবার মেসির মিয়ামি যাওয়ার ঘোষণায় টিকিটের দাম হয়েছে ৩২৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৩৫,৫৪৪ টাকা।
মন্তব্য করুন