- বাংলাদেশ
- চোর ধরার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
চোর ধরার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

চোর ধরার জন্য বাড়ির চারপাশে জিআই তার দিয়ে বেড়া দেওয়া হয়। ছবি: সমকাল
জয়পুরহাটে চোরের জন্য পেতে রাখা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৪৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক পলাতক রয়েছেন।
শনিবার সকালে জেলার কালাই পৌরশহরের আকন্দপাড়ায় এ ঘটনা ঘটে। শরিফুল ইসলাম ওই এলাকার মৃত ফজলে হোসেন আকন্দের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকন্দপাড়ায় মৃত ছানাউল হকের ছেলে কিনামদ্দীন তার বাড়ির চারপাশ জিআই তারের বেড়া দিয়েছেন। চোর যেন ঘরে ঢুকতে না পারে এ জন্য রাতে তিনি বিদ্যুতের সংযোগ দিয়ে রাখতেন। প্রতিদিনের মতো রাতে বিদ্যুতের সংযোগ দিলেও শনিবার সকালে বিচ্ছিন্ন করতে ভুলে যান। সকালে শ্রমিক শরিফুল ইসলাম মাটি কাটা কাজের পাওনা টাকা নিতে গেলে তারের সঙ্গে জড়িয়ে পড়েন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি জানার পর বাড়ির মালিক কিনামদ্দীন পালিয়ে যান।
নিহতের ছেলে মনোয়ার হোসেন বলেন, আমার বাবা একজন শ্রমিক। কাজ করলেই আমরা সবাই খেতে পাই, আর না করলে সেদিন না খেয়ে থাকতে হয়। শুক্রবার কিনামদ্দীন বাড়িতে মাটি কাটার কাজ করেছেন আমার বাবা। কাজের টাকা নিতে গিয়ে আজ আমার বাবার মৃত্যু হয়েছে। এখন আমাদের কী হবে। আমি বাবা হত্যার বিচার চাই।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।
/আরএডি/
মন্তব্য করুন