বিশ্বের সবচেয়ে পুরনো এবং বড় জীববিদ্যা এবং জৈব-তথ্যবিজ্ঞান বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কম্পিউটেশনাল বায়োলজির (আইএসসিবি) বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে সভাপতিত্বের আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের তরুণ বিজ্ঞানী সৈয়দ মুক্তাদির আল সিয়াম। আগামী ২৩ থেকে ২৭ জুলাই ফ্রান্সের লিওন শহরে ‌'ইন্টেলিজেন্ট সিস্টেমস ফর মলিক্যুলার বায়োলজি' শিরোনামে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

আইএসসিবির ওয়েবসাইট থেকে শনিবার এ তথ্য জানা যায়।

ইন্টেলিজেন্ট সিস্টেমস ফর মলিক্যুলার বায়োলজি সম্মেলনে প্রতিবছর বিশ্বের দেড় হাজার বিজ্ঞানী এবং গবেষক একত্রিত হন। চলতি বছর সম্মেলনের ১৯তম আসরে সভাপতিত্ব করবেন সৈয়দ মুক্তাদির আল সিয়াম।

সিয়াম বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) তরুণ বিজ্ঞানী। তাঁর নেতৃত্বে গত ডিসেম্বরে এশিয়ায় প্রথমবারের মতো তরুণ গবেষকদের নিয়ে 'কম্পিউটেশনাল বায়োলজি এন্ড বায়োইনফরমেটিভ' বিষয়ক সম্মেলন আয়োজনে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করেছে, যার ফলশ্রুতিতে তিনি এ সম্মেলনে সভাপতিত্বের দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞানী সিয়াম সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে একইসঙ্গে দুটি স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যলয়ে বায়োটেকনোলজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

এ সময়েই তিনি যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত ইউরোপিয়ান বায়োইনফরমেটিভ ইন্সটিটিউটে থিসিস এবং শিক্ষানবিশ গবেষক হিসেবে কাজ করেন। পরবর্তীতে কোভিড মহামারীর সময়ে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে গবেষক হিসেবে যোগ দেন। নিজের গবেষণা কাজের পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে কোভিড শনাক্তকরণ, জিনোম সিকোয়েন্সিংসহ আরও গবেষণামূলক কাজ করেছেন তিনি।

আইএসসিবির সম্মেলনে সভাপতিত্বের প্রসঙ্গে মুক্তাদির আল সিয়াম বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারা সবসময়ই আনন্দের এবং গৌরবের। আমি বিশ্বাস করি বিজ্ঞানের এই বিশেষায়িত শাখায় বাংলাদেশ একদিন নেতৃত্ব দেবে। মানবকল্যাণে আমার গবেষণা ও কর্ম চলমান রাখতে সবার সহযোগিতা কামনা করছি।