- বাংলাদেশ
- ফরিদপুরে আ' লীগ নেতার স্ত্রীদের নিয়ে 'মহিলা সমাবেশ', সমালোচনা
ফরিদপুরে আ' লীগ নেতার স্ত্রীদের নিয়ে 'মহিলা সমাবেশ', সমালোচনা

ফরিদপুরে জেলা আওয়ামী লীগের বড় নেতাদের স্ত্রীদের নিয়ে সংগঠন পরিচালনা ও স্থানীয় মহিলা আওয়ামী লীগকে ‘পরিবার লীগ’ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা।
‘বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের ১৪ বছর, আলোচনা ও মহিলা সমাবেশ’ শিরোনামে শনিবার দুপুরে শহরের আলীপুর সবজাননেছা আব্দুস শুকুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি সভা হয়। সভার আয়োজক হিসেবে লেখা হয় জেলা মহিলা আওয়ামী লীগ ও সহয়োগী সংগঠনের কথা। অথচ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখানে ছিলেন না। এই ঘটনার পরই আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই অভিযোগ তোলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সহধর্মিনী রোমানা হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সহধর্মিনী রেহেনা পারভীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোসের সহধর্মিনী শ্রাবণী বোস ও জাতীয় শ্রমিক লীগ আহ্বায়ক ও পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম নাছিরের সহধর্মিনী মুনিয়া আক্তার।
ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে এবং ফরিদপুর যুব মহিলা লীগের আহ্বায়ক রুখশানা আহমেদ মেহেবীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সভায় রোমানা হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এলাকায় গিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে বলেছেন। এজন্য আপনাদের মাঝে এসেছি। আগামী নির্বাচনে ফরিদপুরের চারটি আসনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ পৌর শাখার সভাপতি আসমা বারি, ফরিদপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া বেগম, সাবেক সাধারণ সম্পাদক সোমা ইসলাম, যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুন্নাহার, রুমানা খান রুমা, ফরিদপুর পৌরসভার ১নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির, ফরিদপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিসেস মাসুমা বেগম, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রামানিক, সরকারি ইয়াসিন কলেজের সাবেক জি এস রহিম মিয়া জুয়েল।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। তারা বলেন, বিএনপি জামায়াত দেশে আবারও আগুন সন্ত্রাস সৃষ্টি করে দেশকে অশান্ত করার পায়তারা করছে। আর তাই সবাইকে সচেতন থাকতে হবে। ফরিদপুরে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এদিকে, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুসরাত রসূল তানিয়া অভিযোগ করেন, ‘সভাপতি মাহমুদা বেগম আমার সঙ্গে কোনো পরামর্শ না করে তার ইচ্ছেমতো পছন্দের নেতাদের পরিবারের সদস্যদের নিয়ে দলীয় সমাবেশ করেছেন। সব আয়োজন করে শেষ মুহূর্তে আমাকে জানিয়েছেন।’
জেলা মহিলা আওয়ামী লীগের একজন নেত্রী ওই অনুষ্ঠান আয়োজনের সমালোচনা করে বলেন, ‘জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সহধর্মিনী রোমানা হক। তিনি ফরিদপুরে থাকেন না, বেড়াতে আসেন। তিনি আওয়ামী লীগ বা মহিলা আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত নেই। তার আগমন উপলক্ষে আমাকে এই মহিলা সমাবেশে আমন্ত্রণ জানানো হলেও আমি দলের বাইরের একজনের জন্য অনুষ্ঠানে উপস্থিত হওয়া সমীচীন মনে করিনি।’
মন্তব্য করুন