- বাংলাদেশ
- ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফাইল ছবি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জিন্নত আলী (৬০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার উপজেলার জগদল সীমান্ত এলাকার কাছাকাছি ঘোরাঘুরির সময় বিএসএস তাকে গুলি করে।
নিহত জিন্নত আলী উপজেলার ধর্মগড় ইউনিয়নে চেকপোস্ট মধ্য কলোনি গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, জিন্নত আলী রাজধানীতে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। সীমান্ত এলাকায় সরকারে দেওয়া জমি বেদখলে হওয়ায় তা উদ্ধার করতে তিনি বাড়ি আসেন। আজ সেই জমি দেখতে গেয়ে বিএসএফের গুলিতে তিনি নিহত হন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ দুপুরে জিন্নত আলী নামের এক বাংলাদেশি সীমান্তের শুন্যরেখা অতিক্রম করলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করেন। আহত অবস্থায় তিনি বাংলাদেশ সীমান্তে চলে আসেন। চিকিৎসার জন্য ঠাকুরগাঁও নেওয়ার পথে তিনি মারা যান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন