- বাংলাদেশ
- নৌকার পক্ষে কাজ করছেন বিএনপি নেত্রী, অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর
বরিশাল সিটি নির্বাচন
নৌকার পক্ষে কাজ করছেন বিএনপি নেত্রী, অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

বরিশাল সিটি নির্বাচনে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন গোপনে নৌকা মার্কার পক্ষে কাজ করছেন- এমন অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রূপন (টেবিল ঘড়ি)। শনিবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় রূপন এ অভিযোগ করে বলেন, ‘নগরীর ব্রাউন কম্পাউন্ডে শিরিনের বাসা এবং নৌকার প্রার্থীর শ্বশুরবাড়ি পাশাপাশি। তারা আত্মীয়ও হন। শিরিনের বাসার সবাই নৌকার প্রার্থীর পক্ষে প্রচারের কাজ করছেন।’ এ ছাড়া রূপন প্রশাসনের বিরুদ্ধে তার নির্বাচনী কর্মীদের হয়রানির অভিযোগ করেছেন।
বিএনপি দলীয় সাবেক মেয়র প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে রুপন সাবেক ছাত্রদল নেতা। মেয়র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে বিএনপি নেত্রী বিলকিস আক্তার জাহান শিরিন সমকালকে বলেন, ‘রূপন অসুস্থ ছেলে। দল থেকে বহিষ্কার হয়ে আবোল-তাবোল বলছে। আমার দীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে আজ পর্যন্ত কেউ প্রশ্ন তুলতে পারেনি। রূপন অসুস্থ বলেই তার পক্ষে এসব বলা সম্ভব।’ শিরিন উল্টো অভিযোগ করেন, ‘রূপনের বাবা কামাল আওয়ামী লীগের তাবেদারি করে ৫ বছর (২০১৩-১৮) মেয়র ছিলেন। তিনি ৬টি গরু জবাই করে ১৫ আগষ্ট শোক দিবস পালন করেছেন। বাবা মেয়র থাকাকালে রূপন সিটি করপোরেশনে ঠিকাদারিসহ বিভিন্ন দুর্নীতি করেছে।’
এদিকে রূপন অভিযোগ করেন, ‘প্রশাসন বিভিন্নভাবে তার নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে। শুক্রবার রাতে তার নির্বাচনী কর্মী কাউনিয়া মিঠু ও টিপুকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ। রাতে নির্বাচনী ব্যানার লাগানোর সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।’ খবর পেয়ে রূপন থানায় গেলে পুলিশ তার সঙ্গে অসদাচরণ করেছে বলে জানান তিনি।
এ বিষয়ে কাউনিয়া থানার ওসি এম আর মুকুল সমকালকে বলেন, রাত ৩টার দিকে সন্দেহজনক ঘোরাফেরার সময়ে টহল পুলিশ মিঠু ও টিপুকে গ্রেপ্তার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
মেয়র প্রার্থী রূপন শনিবার ৩০টি উন্নয়ন প্রস্তাব উল্লেখ করে তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। তার প্রতিশ্রুতির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘মেয়রের জবাবদিহিতা, নগরবাসীর অধিকার’ শীর্ষক ত্রৈমাসিক কর্মসূচি চালু করা।
মন্তব্য করুন