দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং টিআইএন থাকলেই দুই হাজার টাকা কর দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন। নেতারা বলেছেন, বর্তমানে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। জাতীয় জীবনে অর্থনৈতিক বিপর্যয়ের পাশাপাশি কর্মহীনতা, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ অনিয়মের ঘটনাপ্রবাহ এবং নির্বাচনকেন্দ্রিক অনিশ্চয়তায় দেশবাসী শঙ্কায় দিনাতিপাত করছে।

গতকাল শনিবার রাজধানীর শাহবাগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সভায় নেতারা এসব কথা বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জয়ন্তী রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ, জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাহাঙ্গীর অলম সবুজ, সামসুল আলম জুলফিকার, সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, সাজেদুল আলম রিমন, বিপ্লব চাকমা, সম্মিলিত সামাজিক আন্দোলনের গোলাম রসুল, জাহিদুল আলম, আজিজুর রহমান আজিজ প্রমুখ।

সভার শুরুতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সদ্যপ্রয়াত সিরাজুল আলম খানের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।