নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর সরকারের রাজনৈতিক নিপীড়ন-জুডিশিয়াল ষড়যন্ত্র বন্ধ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ।

শুক্রবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসানের নেতৃত্ব এ মিছিল হয়। মিছিল দলটির কেন্দ্রীয় কার্যালয় প্রিতম জামান টাওয়ারের সামনে থেকে শুরু হয়েছে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

মশাল মিছিল শুরুর আগে রেজা কিবরিয়া বলেন, এ সরকার এখন পতনের দ্বারপ্রান্তে, গণতান্ত্রিক বিশ্ব থেকে তারা বিচ্ছিন্ন। তাই এ দুর্নীতিবাজ ভোট ডাকাত সরকার ড. ইউনূসের বিরুদ্ধে বিচার বিভাগ দিয়ে একটি নোংরা খেলায় মেতে উঠেছে, জুডিশিয়াল ষড়যন্ত্র করছে। এবার তারা ড. ইউনূসসহ বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের মিথ্যা মামলায় সাজা দিয়ে ক্ষমতায় আসার জন্য একটি বিচারিক ক্যু করার চেষ্টা চালাচ্ছে। কারণ প্রধান বিচারপতি থেকে শুরু করে দেশের মোটামুটি সব বিচারকই আওয়ামী লীগের দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত।

তিনি বলেন, গণতান্ত্রিক বিশ্বের বন্ধুরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ করার জন্য যে উদ্যোগ নিয়েছেন সেগুলো বাধাগ্রস্ত করার লক্ষ্যেই সরকার বিচার বিভাগকে ব্যবহার করছে। ড. ইউনূসকে নিয়ে খেলা হলো আগুন নিয়ে খেলা, এ খেলা বন্ধ করুন, অন্যথায় এ সরকার পুড়ে ছারখার হয়ে যাবে।

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন, আজ চীন, রাশিয়া, ভারত মিলে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের বিপক্ষে কাজ করছে, এই অবৈধ সরকারের পক্ষ নিয়েছে প্রকাশ্যে-অপ্রকাশ্যে। এই চীন, রাশিয়া ও ভারত- রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে। তারাই রোহিঙ্গা সংকটের মূলে এবং এ সংকট সমাধানের বিপক্ষেও এসব রাষ্ট্রগুলো।

এসময়ে বক্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ও হেফাজত নেতা মাওলানা মামুনুল হকসহ সব বন্দিদের মুক্তি দাবি করেন।

মিছিলে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব) মিয়া মশিউজ্জামান, সাবেক সংসদ সদস্য এম শফি মাহমুদ, জাজ (অব) শামসুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল (অব) হাবিবুর রহমান, ব্যরিস্টার জিসান মহসিন, সাদ্দাম হোসেন, জাকারিয়া পলাশ, আরিফুর রহমান তুহিন, আবুল কালাম আজাদ, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, তারেক রহমান, সহকারী সদস্য সচিব সাকিব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।