- বাংলাদেশ
- বিদেশি নাগরিকদের চিঠির প্রতিবাদে ৫১০ আইনজীবীর বিবৃতি
ড. ইউনূসের বিচার
বিদেশি নাগরিকদের চিঠির প্রতিবাদে ৫১০ আইনজীবীর বিবৃতি

সুপ্রিমকোর্ট বার ভবনে সংবাদ সম্মেলন
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া স্থগিতের দাবিতে বিভিন্ন দেশের বিশিষ্ট নাগরিকদের পাঠানো খোলা চিঠির প্রতিবাদে বিবৃতি দিয়েছেন সুপ্রিমকোর্টের ৫১০ আইনজীবী। সোমবার এক সংবাদ সম্মেলনে এ বিবৃতি তুলে ধরেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আবদুন নুর দুলাল। সুপ্রিমকোর্ট বার ভবনের এক নম্বর হলে সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বিবৃতিতে বলা হয়, সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের আলোকে মামলার কার্যক্রম চলমান থাকার আদেশের পর বিদেশি সুশীল নাগরিকেরা ড. ইউনূসের মামলার কার্যক্রম স্থগিত করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে অনুরোধ করে অত্যন্ত নিন্দনীয় কাজ করেছেন। এই অনুরোধ বিচারব্যবস্থার প্রতি তাদের অসম্মান প্রদর্শন করারও শামিল। ড. ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন আদালতে চলমান মামলাগুলোর বিচার প্রক্রিয়া স্থগিতের আহ্বান জানানো দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীন বিচার বিভাগের ওপর স্পষ্ঠ হুমকি বলে ইল্লেখ করা হয় বিবৃতিতে।
উচ্চ আদালতের এই ৫১০ আইনজীবীর মতে, স্বাধীন বিচারব্যবস্থায় প্রধানমন্ত্রী বা সরকারের পক্ষে কোনো মামলা প্রত্যাহার, স্থগিত বা বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার আইনগত কোনো সুযোগ নেই। বাংলাদেশ আইএলও এবং জাতিসংঘের বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত দলিলের অনুস্বাক্ষরকারী হিসেবে এ সংক্রান্ত সব অনুশাসন সর্বোচ্চ সম্মান ও গুরুত্ব দিয়ে অনুসরণ করে।
বিদেশি নাগরিকরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বাধীন বিচারব্যবস্থার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে ড. ইউনূসের পক্ষে তাদের দেওয়া বিবৃতি প্রত্যাহার করে বাংলাদেশের বিচারব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপ করা থেকে নিজেদের নিবৃত রাখবেন বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।
মন্তব্য করুন