বিএনপি নেতা আমানের জামিন মেলেনি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২৪ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২৪
দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে জামিন দেননি আপিল বিভাগের চেম্বার আদালত। আমানের আবেদনটি আগামী ২০ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে।
অবকাশকালীন চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম বুধবার এ আদেশ দেন।
এদিন আদালতে আমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
গত ১০ সেপ্টেম্বর দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি নেতা আমান উল্লাহ আমান আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার এক নম্বর বিশেষ জজ আদালত। মঙ্গলবার সেই সাজার বিরুদ্ধে আপিল করেন তিনি। একই সঙ্গে জামিনও চাওয়া হয়।
প্রসঙ্গত, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ২০০৭ সালের ২১ জুন ঢাকার বিশেষ জজ আদালত আমান ও তার স্ত্রী সাবেরা আমানকে কারাদণ্ড দেন। ওই সাজার বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট দু’জনকেই খালাস দেন।
এ রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্টকে পুনরায় শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ। হাইকোর্ট পুনরায় শুনানি গ্রহণ করে গত ৩০ মে বিচারিক আদালতের রায় বহাল রাখেন।