- বাংলাদেশ
- স্মৃতির কাব্য ধরতে বুঁদ হয় ‘ব্রাইডাল থিওরি’
স্মৃতির কাব্য ধরতে বুঁদ হয় ‘ব্রাইডাল থিওরি’

রক্তিম সৈকত
বর-কনে সাজবে, ব্যান্ড বাজবে, হবে বিয়ে। অথচ ছবি তোলা হবে না তাই কি হয়?
গত কয়েকবছরে বিয়ের অনুষ্ঠানে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ফটোগ্রাফি। জীবনের গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের চমৎকার স্মৃতিগুলো ফ্রেমবন্দি করতে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। এমনই এক প্রতিষ্ঠানের নাম ‘ব্রাইডাল থিওরি’।
রক্তিম সৈকত নামের এক তরুণ ফটোগ্রাফারের স্বপ্নের এই প্রতিষ্ঠানে ‘স্মৃতি-শিকারি’র সংখ্যা ৩২ জন। লাইট-ক্যামেরার এই কবিয়ালেরা ইতোমধ্যে পাঁচ হাজারের বেশি বিয়ের স্মৃতি বন্দি করেছেন ক্যামেরায়।
২০১৫ সালে যাত্রা শুরু করে ‘ব্রাইডাল থিওরি’। ঢাকার এই প্রতিষ্ঠানটির প্রধান রক্তিম সৈকত। তিনি বলেন, ‘ছবি তোলা যত না পেশা, তার চেয়ে বেশি নেশা। আমরা মনে করি, স্মৃতির চেয়ে অমূল্য কিছু নেই।’
তিনি বলেন, ‘মানুষের জীবনের স্মরণীয় অধ্যায় বিয়ে। দুটি মানুষের নতুন জীবন শুরুর গুরুত্বপূর্ণ সেই পর্বের স্মৃতি ধরতে আমরা ভালোবাসি।’
সৈকত জানান, ছবি শুধু ছবি নয়। ভিডিও নয় নিছক ফ্রেমবন্দি মুহূর্ত। এসবই অনুভূতির স্নিগ্ধ কাব্যমালা। ইমেজ সেন্সরে স্মৃতির কাব্য ধরতে ক্যামেরার ভিউফাইন্ডারে চোখ রেখে বুঁদ হতে ভালোবাসে টিম ‘ব্রাইডাল থিওরি’।
মন্তব্য করুন