- বাংলাদেশ
- ‘জনগণ দুটি জিনিস চায়, খালেদা জিয়ার মুক্তি আর শেখ হাসিনার পদত্যাগ’
‘জনগণ দুটি জিনিস চায়, খালেদা জিয়ার মুক্তি আর শেখ হাসিনার পদত্যাগ’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বলেন, ‘আপনাদের নেতা তারেক রহমান এক দফা দাবির ডাক দিয়েছেন। সারাদেশের মানুষ আজ বলে, আর কতদিন? আমরা দুটি জিনিস চাই, খালেদা জিয়ার মুক্তি আর শেখ হাসিনার পদত্যাগ। এ সরকারকে মানুষ না বলে দিয়েছে। সেই লক্ষ্যে আমরা জেগে উঠি। ’
রোববার সকালে বগুড়া থেকে শুরু হওয়া রোডমার্চ রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে এসে সমাবেশ শেষ হয় রাত ৮টার দিকে। রোডমার্চের সমাপনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
মির্জা ফখরুল, ‘এখনও সময় আছে, দ্রুত পদত্যাগ করেন, সংসদ বিলুপ্ত করেন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা তুলে দেন। নির্বাচনের মাধ্যমে জনগণকে ক্ষমতা বুঝিয়ে দেন, না হলে এ দেশের মানুষ জানেন, কিভাবে ফ্যাসিবাদী, স্বৈরাচারী সরকারের বিদায় ঘণ্টা বাজাতে রাস্তায় নামাতে হয়।’
বিএনপি মহাসচিব বলেন, ‘রোডমার্চের উদ্দেশ্য জনগণকে জাগিয়ে তোলা। আজ বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতার প্রশ্ন উঠছে। গণতন্ত্র ফিরে আসবে কি আসবে না সে প্রশ্ন, স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে পারবো না সে প্রশ্ন। এসব প্রশ্নে আমরা গভীর সংকটে আছি। আওয়ামী লীগ সরকার অবৈধ জাতির বুকে পাথরের মত বসে আছে। এই সরকার সুপরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আওয়ামী লীগ গণতন্ত্রের কর্মীদের হত্যা করেছে, গুম করেছে। মিথ্যা মামলা দিয়ে জেলে ভরেছে। গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে বন্দি রেখেছে। বিএনপি নেত্রীকে বিনা চিকিৎসায় বন্দি রেখেছে সরকার। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন। না হলে সব দায় দায়িত্ব সরকারকে নিতে হবে।’
তিনি রোডমার্চের আয়োজক ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের উদ্দেশ্যে বলেন, ‘আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম। এখন আপনাদের দায়িত্ব দেশকে রক্ষা করার। এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার।’
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন নিয়ে সরকার আবারও পাতানো খেলা খেলতে চায়। আমরা পাতানো খেলা খেলতে দেব না। রাজশাহীর জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলায় জেলে রাখা হয়েছে। শফিকুল ইসলাম মিলনসহ অনেক সিনিয়র নেতাকে আটক করে রাখা হয়েছে। সাজা দিয়ে রাজপথ থেকে দুরে রাখা হয়েছে। উদ্দেশ্যে একটাই ক্ষমতায় টিকে থাকা। এজন্য ডিসি-এসপিদেরে আনা হয়েছে তাদের মনমত করে। আজ চারঘাটের এক ওসির কথা বেরিয়েছে। তিনি বলেছেন, আমাকে আনা হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্বাচন করার জন্য। সারাদেশেই আজ এই চিত্র।’
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
মন্তব্য করুন