সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত কাতার আর্মড ফোর্সেসের ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদুল রহমান নাসর আবদুল্লাহ আল-নাস। রোববার ঢাকা সেনানিবাসের সেনা সদরদপ্তরে এ সাক্ষাৎ হয়।

এ সময় উভয়েই ভ্রাতৃপ্রতিম দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কাতারের প্রতিনিধি দল ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। সফরকালে সেনাকল্যাণ সংস্থা পরিচালিত বিভিন্ন সামরিক পোশাক তৈরির প্রতিষ্ঠান পরিদর্শন এবং এ জাতীয় পোশাক আমদানির সম্ভাব্যতার বিষয়ে আলোচনা হতে পারে।

সাক্ষাৎকালে কাতারি মিলিটারি ডেকোরেশনস অ্যান্ড মেডেলস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল আজিজ ঘানেম আল কুবাইসি উপস্থিত ছিলেন।