- বাংলাদেশ
- ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ
ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতিসহ মানবাধিকার সংগঠন ‘অধিকার’ বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ)। পাশাপাশি ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত প্রস্তাব একটি স্বাধীন-সার্বভৌম দেশের বিচারিক কার্যক্রমে হস্তক্ষেপ করার প্রচেষ্টা বলেও এক বিবৃতিতে উল্লেখ করেছে সংগঠনটি।
প্রস্তাবটি প্রত্যাখ্যান করে রোববার বিচারকদের এই সংগঠনের বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত ওই প্রস্তাব অবাঞ্ছিত এবং অপ্রয়োজনীয়। এতে আরও বলা হয়েছে, অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে ২০১৩ সালের ১০ আগস্ট ২০০৬ সালের আইসিটি আইনের ৫৭ ধারায় মিথ্যা ও বানোয়াট খবর ছড়ানোর জন্য সংশ্লিষ্ট থানায় ফৌজদারি মামলা হয়। ঢাকার সাইবার ট্রাইব্যুনাল ২০১৪ সালের ৮ জানুয়ারি ওই মামলার বিচার শুরু করেন। সাক্ষীদের সূক্ষ্ম পরীক্ষা এবং মামলার সঙ্গে দাখিল করা নথিগুলো যত্নের সঙ্গে মূল্যায়নের পর গত ১৪ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল তার রায় দেন।
জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে, ট্রাইব্যুনাল এই মামলাটি নিরপেক্ষভাবে এবং নিষ্ঠার সঙ্গে পরিচালনা করেছে। শুধু বাস্তব প্রমাণের ওপর নির্ভর করে এবং প্রযোজ্য আইনগুলো কঠোরভাবে মেনে রায় দিয়েছে। বাইরের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব, প্ররোচনা ছাড়াই ট্রাইব্যুনাল রায় দিয়েছেন। মামলাজটের জন্য একদিকে বিচার বিভাগের সমালোচনা, অন্যদিকে যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে পুরোনো এ মামলার নিষ্পত্তিকে হেয় করাকে ইউরোপীয় পার্লামেন্টের পরস্পরবিরোধী অবস্থান বলে মন্তব্য করেছে সংগঠনটি।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে গত বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত এক প্রস্তাবে অধিকার সম্পাদক ও পরিচালকের কারাদণ্ডের নিন্দা জানিয়ে তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
মন্তব্য করুন