ঢাকার কেরানীগঞ্জের আজাদ ওরফে ইকবাল। তার নামে চুরি, ছিনতাই ও অপহরণসহ একাধিক অভিযোগে থানায় মামলা রয়েছে। ইকবাল এক এলাকায় একটি অপরাধই করেন। তারপর ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে যায় বলে জানিয়েছে পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার (এসি) সুরঞ্জনা সাহা।

পুলিশ জানায়, গত মে মাসে নিজের ফুফাত ভাইয়ের শিশু ছেলে সাফওয়ানকে অপহরণ করে মুক্তিপণ নেয়। ওই ঘটনায় করা অপহরণ মামলায় সোমবার নারায়ণগঞ্জ ফতুল্লার পূর্ব গোপালপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার রাতে সুরঞ্জনা সাহা জানায়, গত ১ মে ইকবাল অপহরণ করে। ঘটনার দুদিন পর মুক্তিপণের পাঁচ হাজার টাকা নিয়ে নারায়ণগঞ্জ এলাকায় এক নারীর কাছে ওই শিশুকে রেখে পালিয়ে যান তিনি। পরে তার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। ওই ঘটনার পর সাড়ে চার মাস পর তাকে গ্রেপ্তার করা হলো।

ডিএমপি ওয়ারী থানার ওসি মোস্তাজিরুর রহমান জানান, রাজধানীর টিকাটুলি এলাকায় ভুক্তভোগীর মা সামলা বেগমের একটি কাপড়ের দোকান আছে। ঘটনার দিন দুপুরে ফুফাত দেবর ইকবাল তার দোকানে আসেন। সেখানে তাদের মধ্যে কথা হয়। পরে এক সঙ্গে বাসায় গিয়ে দুপুরে খাবার খেয়ে দোকানে আসেন সামলা। ওই সুযোগে ওয়ারী থানার অভয় দাস লেনের বাসা থেকে ছেলে সাফওয়ানকে অপরহণ করেন ইকবাল। এ সময় ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে সে। টাকা না পেলে সামলার ছেলেকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। পরে পাঁচ হাজার টাকা বিকাশ করেন তিনি। টাকা পেয়ে মোবাইল ফোন বন্ধ করে পলিয়ে যায় ইকবাল।

ওসি বলেন, ওই ঘটনায় পরের দিন ওয়ারী থানায় একটি মামলা করে সামলা। তদন্তকালে প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাকে মঙ্গলবার আদালতে তোলা হলে কারাগারে পাঠানো হয়।