ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

হেঁটে হজ যাত্রা

বেনাপোল দিয়ে ভারতে গেলেন আলিফ

বেনাপোল দিয়ে ভারতে গেলেন আলিফ

লাল গেঞ্জি পরা আলিফ মাহমুদ। ছবি: সমকাল

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ২১:৩৯ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ২১:৩৯

হেঁটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা দেওয়া আলিফ মাহমুদ আদিব (২৫) নামের এক যুবক যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতে ঢুকেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি ভারতে ঢোকেন।

এর আগে কুমিল্লার নাঙ্গলকোটের বাসিদা আলিফ মাহমুদ ৮ জুলাই বাড়ি থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দেন। ২ মাস ১১ দিন পর তিনি বেনাপোল বন্দরে পৌঁছান। তিনি ভারত, পাকিস্তান, ইরাক ও ইরানসহ ৫টি দেশ পাড়ি দিয়ে সৌদি আরব পৌঁছাবেন বলে জানা গেছে। 

আফিল মাহমুদ বলেন, ‘২০২৪ সালে হজ পালনের পরিকল্পনা রয়েছে। ১০ মাস সময় হাতে আছে।সবাই আমার জন্য দোয়া করবেন, যেন হেঁটে সৌদি আরবে পৌঁছে হজ পালন করতে পারি।’ 


আরও পড়ুন