সরকারি সেবা থেকে বঞ্চিত নাগরিকদের সেবা নিশ্চিত করা এবং নানা হয়রানি রোধে বাগেরহাটে আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়েছে। গণশুনানির স্লোগান হচ্ছে– ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’।

গণশুনানিতে নাগরিকদের অভিযোগের বিষয়ে দুদক কর্তৃপক্ষ তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকারি পরিষেবা নিশ্চিতকরণ এবং কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহি ও মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই গণশুনানির মূল লক্ষ্য।

স্থানীয়ভাবে যেসব নাগরিক সরকারি সেবা পেতে ঘুষ, দুর্নীতি, হয়রানি ও ভোগান্তির শিকার হয়েছেন, তাদের অভিযোগ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে।

দুদকের উচ্চপদস্থ কর্মকর্তা, জেলা প্রশাসক ও সরকারি দপ্তরগুলোর প্রধানদের উপস্থিতিতে ভুক্তভোগীদের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে। কোনো কোনো ক্ষেত্রে সমস্যা সমাধানে নির্দিষ্ট সময়সীমা জানিয়ে দেওয়া হবে। গণশুনানি চলাকালে নাগরিকরা তাদের অভিযোগ সরকারি দপ্তরপ্রধানদের সামনে তুলে ধরবেন।

জানা গেছে, বাগেরহাট সদরের এই গণশুনানি নিয়ে ব্যাপক সাড়া পড়েছে। এটি সফল করতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার বাগেরহাটের সব নাগরিককে উপস্থিত থাকার জন্য দুদকের পক্ষ থেকে বলা হয়েছে। বাগেরহাট সদরের বিভিন্ন এলাকায় পোস্টার, লিফলেট বিতরণ এবং সপ্তাহব্যাপী মাইকিং করা হয়েছে। বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।

জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেনের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি থাকবেন দুদক সচিব মাহবুব হোসেন। উপস্থিত থাকবেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) আক্তার হোসেন, দুদকের খুলনা বিভাগীয় পরিচালক মঞ্জুর মোর্শেদ প্রমুখ।