ঢাকা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

গলায় বাল্বের মালা পরে প্রতিবাদ

গলায় বাল্বের মালা পরে প্রতিবাদ

গলায় বাল্বের মালা পরে যুবকের প্রতিবাদ। ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১১:২৬ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১১:২৬

সিলেট নগরীতে ঘন ঘন লোডশেডিং সমস্যার প্রতিবাদে গলায় বাল্বের মালা পরে পদযাত্রা করেছে স্থানীয় এক যুব সংগঠক। পদযাত্রা শেষে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেন তিনি।

এহছানুল হক তাহের নামের ওই যুব সংগঠক সিলেট কল্যাণ সংস্থাসহ একাধিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় যুব দিবস ২০১০-এর শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে পদকপ্রাপ্ত। 

বুধবার পদযাত্রার সময় এহছানুল হক তাহের গলায় বাল্বের মালা পরে নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে শুরু করে কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা-আম্বরখানা পয়েন্ট হয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আম্বরখানা অফিসের সামনে গিয়ে অবস্থান নেন।

কর্মসূচি শেষে তাহের জানান, নগরীতে এক মাস ধরে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে লোডশেডিং। একদিকে প্রচণ্ড গরম আর অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা চলছে। প্রায় প্রতিদিনই ১০-১২ বার বিদ্যুৎ আসা-যাওয়া করে। বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকার কথাও জানান।



আরও পড়ুন