ঢাকা সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

চিলমারী-রৌমারী রুটে ফেরি চালু

চিলমারী-রৌমারী রুটে ফেরি চালু

কুড়িগ্রাম ও রৌমারী প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ২৩:০৯ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ০০:১৪

কুড়িগ্রামের চিলমারী-রৌমারী রুটে ফেরি সার্ভিস উদ্বোধন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, ফেরি চালু হওয়ায় ব্রহ্মপুত্র নদবিধৌত রৌমারী-রাজীবপুর উপজেলার মানুষের জেলা শহরে যাতায়াতে ভোগান্তি কমবে। একই সঙ্গে কুড়িগ্রামের সঙ্গে ঢাকার যোগাযোগ অনেক সহজ হলো।

সাশ্রয় হবে যাতায়াত খরচও। কিছুদিন পর আরও একটি ফেরি এ রুটে যুক্ত হবে। বীর মুক্তিযোদ্ধা ও অ্যাম্বুলেন্সের কোনো ভাড়া লাগবে না। অন্য যানের ক্ষেত্রে ভাড়া ১৫ শতাংশ কমানো হয়েছে। ‘কুঞ্জলতা’ নামে ফেরিটি এরই মধ্যে ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী রুটে চলাচল শুরু করেছে।

ফেরি উদ্বোধন উপলক্ষে বুধবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের আয়োজনে চিলমারী নৌবন্দর এলাকায় ও বিকেলে রৌমারী ফেরিঘাটে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, বিআইডব্লিউটিসির অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহিন প্রমুখ।

আরও পড়ুন