চিলমারী-রৌমারী রুটে ফেরি চালু

কুড়িগ্রাম ও রৌমারী প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ২৩:০৯ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ০০:১৪
কুড়িগ্রামের চিলমারী-রৌমারী রুটে ফেরি সার্ভিস উদ্বোধন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, ফেরি চালু হওয়ায় ব্রহ্মপুত্র নদবিধৌত রৌমারী-রাজীবপুর উপজেলার মানুষের জেলা শহরে যাতায়াতে ভোগান্তি কমবে। একই সঙ্গে কুড়িগ্রামের সঙ্গে ঢাকার যোগাযোগ অনেক সহজ হলো।
সাশ্রয় হবে যাতায়াত খরচও। কিছুদিন পর আরও একটি ফেরি এ রুটে যুক্ত হবে। বীর মুক্তিযোদ্ধা ও অ্যাম্বুলেন্সের কোনো ভাড়া লাগবে না। অন্য যানের ক্ষেত্রে ভাড়া ১৫ শতাংশ কমানো হয়েছে। ‘কুঞ্জলতা’ নামে ফেরিটি এরই মধ্যে ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী রুটে চলাচল শুরু করেছে।