ঢাকা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

অস্ত্রোপচারে আলাদা হলো পেটজোড়া শিশু

অস্ত্রোপচারে আলাদা হলো পেটজোড়া শিশু

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গত ৪ জুলাই জোড়া শিশুর জন্ম দেন এক নারী। দুই শিশুর পেট সংযুক্ত ছিল। জন্মগ্রহণের পর তাদের শরীরে জটিলতা দেখা দিলে পর দিন ভর্তি করা হয় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেই থেকে তাদের শিশু সার্জারি অধ্যাপক ডা. একেএম জাহিদ হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তাদের নাম রাখা হয় আবু বকর ও ওমর ফারুক। গতকাল বুধবার অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করেছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা জানান, আবু বকর ও ওমর ফারুকের লিভার এবং বুকের হাড় সংযুক্ত ছিল। পোস্ট অপারেটিভে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছে শিশু দুটি। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল ও শঙ্কামুক্ত। শিশু দুটির পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাদের বাবা-মা ও বিশেষজ্ঞ চিকিৎসক দল। দুই নবজাতকের চিকিৎসার সমস্ত দায়িত্বভার নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, শিশুদের বাবার নাম আল আমিন শেখ, মা চায়না বেগম। শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জাহিদ হোসেনের নেতৃত্বে আবু বকর ও ওমর ফারুকের সফল অস্ত্রোপচারে অংশ নেন শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. রুহুল আমিন, সহকারী অধ্যাপক ডা. কে এম সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. উম্মে হাবিবা দিলশান মুনমুন, নার্সিং অনুষদের ডিন ও অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বণিক, অ্যানেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বণিক এবং নার্সিং ইনচার্জ মেহেরুন্নেসা প্রমুখ।

উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশের সার্জনরা এ ধরনের জটিল রোগের চিকিৎসা সেবা দিতে সক্ষম। এ রকম জটিল রোগের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনো দরকার নেই। স্বল্প খরচে দেশেই বিশ্বমানের চিকিৎসা দেওয়া সম্ভব।

আরও পড়ুন