ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৫১ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৫১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঋণের চাপে কোহিনুর বেগম (৪২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার রাত ৩টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের বাঘিয়ারকুল গ্রামের নিজঘর থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।

কোহিনুর ওই গ্রামের ওমান প্রবাসী বশির বিশ্বাসের স্ত্রী। নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, বশির বিশ্বাস ধারদেনা করে এক বছর আগে ওমান যান। সেখান থেকে নিয়মিত তাঁর পাঠানো টাকা থেকে ঋণ শোধ করে আসছিলেন কোহিনুর। কিন্তু গত চার মাস টাকা পাঠানো বন্ধ রেখেছেন বশির। এ নিয়ে স্বামী-স্ত্রীর মনোমালিন্য দেখা দেয়। এ ছাড়া কোহিনুর শারীরিকভাবে অসুস্থ ছিলেন। পাওনাদাররা বাড়িতে এসে চাপ দিতে থাকেন। সবমিলে মানসিকভাবে ভেঙে পড়েন কোহিনুর। হতাশা থেকে বুধবার গভীর রাতে শোবার ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস নেন তিনি।

টুঙ্গিপাড়া থানার এসআই মহসিন আলী জানান, পাওনা টাকার জন্য কোহিনুরের সঙ্গে পাওনাদাররা দুর্ব্যবহার করেন। তাগাদা দিলেও টাকা পাঠাতে পারেননি স্বামী। অপমান সহ্য করতে না পেরে কোহিনুর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে গ্রামে দাফন করেছেন স্বজনরা। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন