‘পান্থজনের কথা’র মোড়ক উন্মোচন করলেন স্পিকার

বাংলা একাডেমিতে শনিবার নূহ-উল-আলম লেনিন সম্মাননা গ্রন্থ ‘পান্থজনের কথা’ প্রকাশনা অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ অতিথিরা- সমকাল
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
‘পান্থজনের কথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শনিবার বাংলা একাডেমিতে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে বইটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর বাসসের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘পান্থজনের কথা’ গ্রন্থটি নতুন প্রজন্মকে নূহ-উল-আলম লেনিন সম্পর্কে জানতে ও অনুপ্রাণিত করতে ভূমিকা রাখবে। লেনিনের ৭৫ বছর জন্মবার্ষিকী উপলক্ষে এ সম্মাননা গ্রন্থটির প্রকাশনা। গ্রন্থটি তাঁর দীর্ঘদিনের পথচলার সাথীদের তাঁকে নিয়ে লেখার সংকলন। লেনিনের ছাত্রজীবন, কর্মজীবন, রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়গুলো গ্রন্থটিতে উঠে এসেছে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লেনিনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, যা বৈচিত্র্যময়।
তিনি আরও বলেন, নূহ-উল-আলম লেনিনের বিচরণ কোনো একটি গণ্ডিতে সীমাবদ্ধ নয়। রাজনৈতিক ও ব্যক্তিগত বন্ধু, কবি-সাহিত্যিকসহ দেশে-বিদেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর বন্ধুত্ব। চারিত্রিক বিচিত্রিতা লেনিনের অনন্য বৈশিষ্ট্য। তিনি একাধারে মুক্তিযোদ্ধা, প্রাবন্ধিক, কবি, রাজনীতিবিদ, সমাজকর্মী ও প্রত্নতত্ত্ববিদ। রাজনৈতিক পরিবারে পিতার ছত্রছায়ায় তাঁর রাজনীতির ভিত রচিত হয়েছে। আশির দশকে আন্দোলনে তিনি অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। দীর্ঘদিন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাসান। আরও বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, কবি অসীম সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. সামাদ, একুশে পদকপ্রাপ্ত অণুজীব বিজ্ঞানী আনোয়ার হোসেন।