ঢাকা শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩

সুনামগঞ্জ-২ আসন

মনোনয়ন নিয়ে বিভক্ত আওয়ামী লীগ

মনোনয়ন নিয়ে বিভক্ত আওয়ামী লীগ

পঙ্কজ দে, সুনামগঞ্জ

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ০০:০৮

সুনামগঞ্জ-২ আসনের দিরাইয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে দুই সম্ভাব্য দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন। একইদিনে একই সময়ে চলছে দুই পক্ষের পৃথক প্রচার সমাবেশ। এত নির্বাচনী রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠেছে।

দিরাই-শাল্লা নিয়ে গঠিত এ আসনের বর্তমান সংসদ সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মিণী ড. জয়া সেনগুপ্তা গত ১০ সেপ্টেম্বর থেকে দিরাইয়ে অবস্থান করছেন। ১২ থেকে ১৪ সেপ্টেম্বর তিনি শাল্লার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন।

১৬ সেপ্টেম্বর থেকে দিরাইয়ের ভাটিপাড়ায় গণসংযোগ ও উন্নয়ন সভার মধ্য দিয়ে এই উপজেলায়ও নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জয়া সেনগুপ্তা।  দুই উপজেলার মধ্যে দিরাইয়ে ভোটার সংখ্যা বেশি। তাঁর সঙ্গে এসব সমাবেশে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাবেক সহসভাপতি সিরাজ-উ-দৌলা তালুকদার, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার প্রমুখ। শনিবারের সমাবেশে বক্তৃতা করার সময় জয়া সেনগুপ্তা আগামী জাতীয় নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষার কথা জানান।

সমাবেশে উপস্থিত দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় বললেন, যেখানেই জয়া সেনগুপ্তা যাচ্ছেন, শত শত মানুষ তাঁর পাশে এসে দাঁড়াচ্ছেন। তিনি উচ্চশিক্ষিত বিতর্কমুক্ত মানুষ।

অন্যদিকে, এই আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলামিন চৌধুরীও আটঘাট বেঁধে প্রচারে নেমেছেন।  শুক্রবার এবং গতকাল শনিবার দিরাইয়ের কয়েকটি এলাকায় সমাবেশ করেছেন তিনি। এর আগে গত ১৯ ও ২০ সেপ্টেম্বর দিরাইয়ে জয়া সেনগুপ্তাবিরোধী বলয়ের আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগ নেতাদের সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় সভাও করেছেন তিনি।

আলামিন চৌধুরীর সমাবেশে দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতা হুমায়ুন রশিদ লাভলু, আওয়ামী লীগ নেতা জুয়েল সর্দার, জসিম উদ্দিন, কুমুদ রঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে আলামিন চৌধুরী আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়েছেন।

সমাবেশে উপস্থিত দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় বললেন, ‘আমরা এই আসনে পরিবর্তন চাই, সক্রিয় রাজনীতিককে প্রার্থী দেখতে চাই। এজন্য আলামিন চৌধুরীকে সমাবেশ পথসভা করে পরিচয় করিয়ে দিচ্ছি।’

রঞ্জন রায় বললেন, জয়া সেনগুপ্তার সঙ্গে দলের সক্রিয়, যোগ্য, ত্যাগী অনেকেরই যোগাযোগ নেই। তিনি কাউকে ডাকছেনও না।

আরও পড়ুন