ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

বরিশালে ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু

বরিশালে ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু

ফাইল ছবি

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৩১ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৩১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মশাবাহিত এই রোগে মৃত্যুর সংখ্যা ৯১ হলো। একই সঙ্গে বরিশালের বিভিন্ন জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭৭ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন– পিরোজপুরের নেছারাবাদ উপজেলার তানভীর (১৬), বরগুনার বেতাগী উপজেলার মো. জলিল (৫৬), বরিশালের বাবুগঞ্জ উপজেলার রীনা বেগম (৪৫), পিরোজপুর সদরের লাইজু (৪০) ও ঝালকাঠির মনোয়ারা বেগম (৬৫)।

ডা. শ্যামল কৃষ্ণ জানান, ২৪ ঘণ্টায় নতুন করে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে এবং অন্য দু’জনের ঝালকাঠি ও পিরোজপুর সদর হাসপাতালে।

বর্তমানে বিভাগের ছয় জেলায় হাসপাতালে ১ হাজার ৩০১ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি। 

আরও পড়ুন