নারীকে দলবদ্ধ ধর্ষণ, ৩ রিকশাচালক গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৪৪ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৪৪
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জন রিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
ঘটনার পরদিন কোটচাঁদপুর থানায় ভুক্তভোগীর মামলার পর ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলো– ইসরাইল, ইসমাইল ও আব্দুল খালেক। তারা পেশায় রিকশাচালক।
জানা গেছে, ওই নারীর বাড়ি কোটচাঁদপুরে। তিনি ঢাকায় গৃহকর্মীর কাজ করেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বাসে ঢাকা থেকে কোটচাঁদপুর শহরে আসেন তিনি। এরপর বাসস্ট্যান্ড-সংলগ্ন গাবতলাপাড়ায় পূর্বপরিচিত এক নারীর বাসায় যান। সেখানে খাবার খাওয়ার পর ঘরের মেঝেতে শুয়ে ছিলেন তিনি। পরে তার আত্মীয় বাসস্ট্যান্ডে নিজের চায়ের দোকানে চলে যান। সেই সুযোগে ওই চা দোকানির স্বামী ইসরাইল ঘরের তালা খুলে ঢুকে তাকে ধর্ষণ করে। এরপর ইসমাইল ও আব্দুল খালেকও তাকে ধর্ষণ করে।
কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন জানান, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। এরপর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানান পুলিশ। স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
- বিষয় :
- দলবদ্ধ ধর্ষণ
- গ্রেপ্তার
- রিকশাচালক
- খুলনা
- ঝিনাইদহ