খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ০৬:১৬ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ | ০৬:১৬
দেশে খেলাপি ঋণ ছাড়িয়েছে দেড় লাখ কোটি টাকা। জুন মাস শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকা। গত এপ্রিল-জুনে খেলাপি ঋণ ২৪ হাজার ৪১৯ কোটি টাকা বেড়েছে।
বাংলাদেশ ব্যাংক গত রোববার খেলাপি ঋণের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করে। এতে এই তথ্য উঠে এসেছে।
দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণের হার দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশে। অর্থনৈতিক দিক দিয়ে দুর্দশায় থাকা শ্রীলঙ্কায় খেলাপি ঋণের হার বাংলাদেশের চেয়ে বেশি। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে কম। এমনকি পাকিস্তানেও খেলাপি ঋণের হার বাংলাদেশের চেয়ে কম।
বাংলাদেশ ব্যাংক পরিসংখ্যান বলছে, বাংলাদেশে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে মোট ঋণের ১০ দশমিক ১১ শতাংশ। অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় খেলাপি ঋণের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। পাকিস্তানে তা ৭ দশমিক ৪ শতাংশ। ভারতে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) খেলাপি ঋণের হার ৩ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে।