আ’লীগ নেতা টিপু হত্যা
আত্মসমর্পণের পর আ’লীগ নেতা আশরাফ কারাগারে

আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ১৯:২৭ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ | ১৯:২৭
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যা মামলার আসামি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আশরাফ। শুনানি শেষে তাঁর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আশেক ইমাম।
গত ২০ জুলাই পলাতক আশরাফ তালুকদারসহ মামলার ৯ আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর আগে ২০ জুন বিদেশে পলাতক দুই সন্ত্রাসী জিসান, ফ্রিডম মানিকসহ ৩৩ জনের বিরুদ্ধে এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।
গত বছরের ২৪ মার্চ রাতে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। ওই সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি নামে এক কলেজছাত্রীও নিহত হন। এ ছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওই দিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন।