সাদ্দামের টার্গেট প্রতিদিন একটি ফোন ছিনতাই
গ্রেপ্তার ছিনতাই সাদ্দাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪ | ২১:৪১
ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে মো. সাদ্দাম নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সাদ্দাম মূলত যানবাহনের জানালার পাশে বসা যাত্রীদের মোবাইল ফোন ছিনতাই করে। প্রতিদিন একটি করে ফোন ছিনতাইয়ের টার্গেট থাকে তার।
তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, তেজগাঁও থানার তালিকাভুক্ত ছিনতাইকারী সাদ্দাম। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা আছে। এর মধ্যে দুটি মামলায় সাজাও হয়েছে। সবাই জানে সাদ্দাম রিকশাভ্যান চালায়। তবে মূলত ঢাকার ব্যস্ত সড়কে যানজটে আটকে থাকা গণপরিবহনের আশপাশে ঘুরে বেড়ায় সে। জানালার পাশে বসা কারও হাতে ফোন দেখলে ছোঁ মেরে নিয়ে পালিয়ে যায়। প্রতিদিন সাদ্দাম একটি ফোন ছিনতাইয়ের পর তা বিক্রির অর্থ নিয়ে বাসায় ফেরে। পরিবারের সদস্যরা ভাবেন, সাদ্দাম ভ্যান চালিয়েই উপার্জন করেছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।