ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

তিন পদে ১৮৯১ জনের মনোনয়নপত্র দাখিল

চেয়ারম্যান পদপ্রার্থী ৬৯৬, বিএনপি ৩৫, জামায়াত ২৫

প্রথম ধাপের উপজেলা নির্বাচন

চেয়ারম্যান পদপ্রার্থী ৬৯৬, বিএনপি ৩৫, জামায়াত ২৫

প্রতীকী ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪ | ০০:৪৮

প্রথম ধাপে দেড়শ উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদের বিপরীতে ১ হাজার ৮৯১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৯৬, ভাইস চেয়ারম্যান পদে ৭২৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে বিএনপির ৩৫ ও জামায়াতে ইসলামীর সঙ্গে জড়িত অন্তত ২৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

গতকাল সোমবার প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের সময় শেষে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এসব তথ্য জানিয়েছেন। এবার সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়। ইসির তথ্য অনুযায়ী, বাগেরহাট সদর ও মুন্সীগঞ্জ সদরে একক প্রার্থী এবং চেয়ারম্যান পদে সর্বোচ্চ ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও সিলেটের বিশ্বনাথ উপজেলায়।

স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এ স্তরের নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ তা বরাদ্দ দিচ্ছে না। অন্যদিকে অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি ও তাদের সমমনা দলগুলো নির্বাচন বর্জনে রয়েছে। ইসির নিবন্ধিত দলগুলোর মধ্যে কয়েকটি প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও তাদের হিসাব ইসির হাতে এখনও পৌঁছেনি। ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে নিজ দলের একাধিক প্রার্থী রাখার কৌশল নিয়েছিল আওয়ামী লীগ। ওই নির্বাচনে ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন। ফলে এবার উপজেলা ভোটে দলীয় নেতাকর্মীর মধ্যে প্রার্থী হওয়ার আগ্রহ বেড়েছে। 

এমনকি বিএনপি-জামায়াতের স্থানীয় পর্যায়ের অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সমকাল প্রতিনিধিদের পাঠানো তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ১৫০ উপজেলার মধ্যে অন্তত ৬০টিতে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মী প্রার্থী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যানে পদে ৭টি উপজেলায় একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাটে।

নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। ১৫০ উপজেলায় ভোট হবে ৮ মে।

বরিশাল বিভাগে ১৯ প্রার্থী, বিএনপির ১
বরিশাল বিভাগের ৫ উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ১৯ জন। তাদের মধ্যে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাইজুল কবির মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহত্তর ফরিদপুরে প্রার্থী ৫২, বিএনপির ৩
বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার ১৩ উপজেলায় ৫২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে তিনজন বিএনপির, একজন বিএনএম নেতা রয়েছেন। ফরিদপুর সদরে প্রার্থী হয়েছেন কোতোয়ালি (ফরিদপুর সদর) বিএনপির সাবেক সভাপতি রউফ উন নবী ও বিএনপি সমর্থক কে এম নাজমুল ইসলাম। বিএনএম নেতা গোলাম রব্বানী খান মুনও মনোনয়পত্র জমা দিয়েছেন। চরভদ্রাসন উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন মৃধা।

খুলনায় ৮৪, বিএনপি-জামায়াতের ৯
খুলনা বিভাগের ৯ জেলার ১৮টি উপজেলায় চেয়ারম্যান পদে ৮৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। একটি উপজেলায় বিএনপি ও ৮টি উপজেলায় জামায়াত নেতারা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। কুষ্টিয়া সদরে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন জোয়ার্দার, ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউর রহমান ও ঝিনাইদহ সদরে উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। যশোরের মনিরামপুরে উপজেলা জামায়াতের সাবেক আমির ফজলুল হক ও কেশবপুরে প্রার্থী হয়েছেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবদুস সামাদ।

সাতক্ষীরার কালীগঞ্জে চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, শ্যামনগরে উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক মাসুদুল আলম দোহা ও উপজেলা জামায়াতের আমির আবদুর রহমান প্রার্থী হয়েছেন। বাগেরহাটের রামপালে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইকবাল হোসেন প্রার্থী হয়েছেন।

রংপুরে ৬৩ প্রার্থী, বিএনপি-জামায়াতের ৯
রংপুর বিভাগের আট জেলার ১৯ উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন ৬৩ জন। তাদের মধ্যে বিএনপি-জামায়াতের ৯ জন। দিনাজপুরের বিরামপুরে চেয়ারম্যান পদে জেলা জামায়াতের নায়েবে আমির ড. এনামুল হক, ঘোড়াঘাটে উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মো. শামীম হোসেন এবং উপজেলা বিএনপির সহসভাপতি সারওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

লালমনিরহাটের হাতীবান্ধায় জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য হাবিবুর রহমান সাতা প্রার্থী হয়েছেন। ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। পঞ্চগড় সদরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু দাউদ প্রধান, তেঁতুলিয়ায় বিএনপি নেতা মুক্তারুল হক মুকু এবং আটোয়ারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহজাহান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ময়মনসিংহে ৫৮, বিএনপি-জামায়াতের ৬
ময়মনসিংহ বিভাগে প্রথম ধাপে চার জেলার ৯টি উপজেলায় চেয়ারম্যান পদে ৫৮ জন প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে বিএনপি ও জামায়াতের রয়েছেন ৬ জন। ময়মনসিংহের হালুয়াঘাটে চেয়ারম্যান পদে উত্তর জেলা বিএনপির সদস্য আবদুল হামিদ ও বিএনপি নেতা অ্যাডভোকেট আবু হাসনাত তারেক, ধোবাউড়ায় উপজেলা বিএনপির সদস্য শামসুর রশীদ মজনু এবং ফুলপুরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শেরপুরের শ্রীবরদী উপজেলায় চেয়ারম্যান পদে জেলা জামায়াতের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নূরুজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর ঝিনাইগাতীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদশা প্রার্থী হয়েছেন।

ঢাকার ৬ জেলায় ৫০, বিএনপির ৩
ঢাকা বিভাগের ছয় জেলায় চেয়ারম্যান পদে ৫০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে বিএনপির তিনজন। তারা হলেন মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার, কিশোরগঞ্জ সদরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুল।

সিলেটে ৫৪, বিএনপি-জামায়াতের ১০
সিলেট বিভাগের তিন জেলার ১১টি উপজেলায় ৫৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে বিএনপি ও জামায়াতের ৫ জন করে রয়েছেন। সিলেট সদরে উপজেলা জামায়াত নেতা ইসলাম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলায় জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা সোলেমান হোসেন, বিশ্বনাথের সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপির বহিষ্কৃত নেতা সুহেল আহমদ চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সদস্য গউছ খান, যুক্তরাজ্য বিএনপি নেতা সেবুল মিয়া, উপজেলা জামায়াতের আমির ও খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, গোলাপগঞ্জে জামায়াতের হাফিজ নজমুল ইসলাম প্রার্থী হয়েছেন।

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান এবং সুনামগঞ্জের দিরাইতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া ও শাল্লায় মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপি সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকার।

চট্টগ্রামে প্রার্থী ১১৩, বিএনপি-জামায়াতের ৭
চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর মধ্যে ২৮ উপজেলায় চেয়ারম্যান পদে ১১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে বিএনপি-জামায়াতের রয়েছেন সাতজন। চট্টগ্রামের মিরসরাইয়ে সাবেক মেয়র ও বিএনপি নেতা জালাল উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন জামায়াতের উপজেলা আমির আব্দুর রশিদ পাটোয়ারী। কুমিল্লার মেঘনায় উপজেলা বিএনপি সভাপতি রমিজ উদ্দিন প্রার্থী হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ওমরাও খান, সরাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুজ্জামান লস্কর তপু ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর কক্সবাজার সদরে চেয়ারম্যান পদে জামায়াত নেতা শহীদুল আলম বাহাদুর প্রার্থী হয়েছেন। এ ছাড়া নোয়াখালীর হাতিয়ায় সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন।

রাজশাহীতে ১৩৭, বিএনপি-জামায়াতের ১৩
রাজশাহী বিভাগের ৮ জেলার বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে বিএনপির ৬ ও জামায়াতের রয়েছেন ৭ জন। রাজশাহীর গোদাগাড়ীতে প্রার্থী হয়েছেন জেলা যুবদলের সাবেক সভাপতি সাজেদুর রহমান মাকর্নী।

নাটোর সদরে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও তেবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার এবং নাটোর এনএস কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও এনএস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইশতিয়াক আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপির উপজেলা শাখার আহ্বায়ক বাবর আলী বিশ্বাস, বিএনপির অন্য গ্রুপের আহ্বায়ক ইয়াজদানি জর্জ ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ারুল ইসলাম প্রার্থী হয়েছেন। এখানে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের নায়েবে আমির লোকমান আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গোমস্তাপুরে বিএনপি নেতা আশরাফ আলী ও নাচোলে জামায়াত নেতা সিরাজুল ইসলাম প্রার্থী হয়েছেন।

নওগাঁর মহাদেবপুরে উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বগুড়ার গাবতলী উপজেলায় জামায়াতের সাবেক উপজেলা আমির আব্দুল মজিদ ও সোনাতলা উপজেলা জামায়াতের সাবেক আমির এনামুল হক প্রার্থী হয়েছেন।

জয়পুরহাটের আক্কেলপুরে পৌর যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ ও কালাই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন উপজেলার মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আতাউর রহমান তালুকদার।

পাবনার সাঁথিয়া, বেড়া ও সুজানগর উপজেলায় বিএনপির ১, জামায়াতের তিনসহ ৪২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সুজানগরে জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মেজর (অব.) কেএস মাহমুদের ভাতিজি শামীমা আক্তার শিপ্রা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ ছাড়া চেয়ারম্যান পদে সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান ও বেড়া উপজেলায় জামায়াতের রোকন মাজেদ আলী মনোনয়নপত্র দাখিল করেছেন।

[প্রতিবেদনে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন ব্যুরো, অফিস এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রতিনিধি]

 

আরও পড়ুন

×