ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

শীর্ষ সন্ত্রাসী জয়ের মৃত্যুর খবর নিশ্চিতে ইন্টারপোলকে চিঠি

শীর্ষ সন্ত্রাসী জয়ের মৃত্যুর খবর নিশ্চিতে ইন্টারপোলকে চিঠি

খোন্দকার তানভীর ইসলাম জয় - ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪ | ২৩:৩৪

ঢাকার শীর্ষ সন্ত্রাসী খোন্দকার তানভীর ইসলাম জয় পলাতক অবস্থায় মালয়েশিয়ায় মারা গেছেন। সেখানেই তাঁকে দাফন করা হয়েছে। একাধিক সূত্র থেকে এমন তথ্য পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত হতে চায় বাংলাদেশ। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থাকে (ইন্টারপোল) চিঠি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সদরদপ্তরের ইন্টারপোলের শাখা কার্যালয় ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) এআইজি আলী হায়দার চৌধুরী সমকালকে বলেন, জয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত হতে যথাযথ চ্যানেলে ইন্টারপোলে যোগাযোগ করা হয়েছে। চিঠির উত্তর এখনও পাওয়া যায়নি।

একাধিক সূত্র জানায়, গত ১২ এপ্রিল কুয়ালালামপুরে একটি তালাবদ্ধ অ্যাপার্টমেন্ট থেকে জয়ের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার সেখানেই তাঁকে দাফন করা হয়েছে। শীর্ষ সন্ত্রাসী জয় এতদিন তারেক রানা নামে ভারতীয় পাসপোর্ট নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।

কয়েক বছর আগে জয় কিডনি রোগে আক্রান্ত হন। তাঁকে ডায়ালাইসিস করাতে হতো। ১২ এপ্রিল সকালে বাসার গৃহকর্মী এসে কলিংবেল বাজানোর পরও কোনো সাড়া না পেলে বিষয়টি অ্যাপার্টমেন্টের নিরাপত্তাকর্মীদের জানান। তারাও ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ দরজা ভেঙে জয়ের লাশ উদ্ধার করে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) হাসপাতালে পাঠায়।

২০০৫ সালে বাংলাদেশের অনুরোধে ইন্টারপোল জয়ের বিরুদ্ধে ‘রেড কর্নার নোটিশ’ জারি করে। ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফতাব আহমেদ খুন হন। ওই হত্যাকাণ্ডে জয়ের নাম আসে। এরপর দেশ ছাড়েন তিনি। ২০০৭ সালে ভারতে অবস্থানের সময় সিআইডি তাঁকে গ্রেপ্তার করে। সেখানে কিছুদিন কারাগারে ছিলেন জয়। এরপর কারাগার থেকে বেরিয়ে কানাডায় পাড়ি জমান। টরন্টোতে ‘এসজে ৭১’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেন। সেখানে রানা অ্যাজাপ নামে নিজের পরিচয় দিতে শুরু করেন তিনি। ২০১৯ সালে কানাডার নির্বাচনের আগে তিনি মালয়েশিয়ায় চলে আসেন।

আরও পড়ুন

×