এখনও ভিসা হয়নি ২১৬১৯ হজযাত্রীর
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৪ | ২১:৩৪
হজযাত্রীদের ভিসার জন্য আবেদনের সময় আজ শনিবার শেষ হয়েছে। তবে এখনও ২১ হাজার ৬১৯ জনের ভিসা হয়নি।
আশকোনা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বঞ্চিতদের জন্য নতুন করে ভিসার আবেদন করা হয়েছে।
যদিও ভিসার জন্য আবেদনের সময় বাড়ানো হয়েছে কি না তা জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
হজযাত্রীদের ভিসার জন্য আবেদনের সময় নির্ধারিত ছিল ২৯ এপ্রিল পর্যন্ত। ওই সময়ের মধ্যে ২৫৯টি বেসরকারি হজ এজেন্সির অনেকেই ভিসার কার্যক্রম শেষ করতে পারেনি। এরপর প্রথমে ৭ মে পর্যন্ত, পরে ১১ মে পর্যন্ত সময় বাড়ায় ধর্ম মন্ত্রণালয়।
এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন হজ করতে যাবেন।
গত বৃহস্পতিবার হজ ফ্লাইট শুরুর পর থেকে আজ পর্যন্ত ৯ হাজার ৪৮১ হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।