নতুন অর্থবছরে সংসদের বাজেট ৩৪৭ কোটি টাকা

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ মে ২০২৪ | ০৩:৩৮
জাতীয় সংসদের জন্য আসন্ন ২০২৪-২৫ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ৩৪৭ কোটি ১৩ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ৩৫তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। নতুন অর্থবছরের বাজেট অনুমোদন ছাড়াও চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন সংসদ সচিবালয় কমিশন সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের জন্য ৩৩৭ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছিল। সংশোধিত বাজেটে ১৩ কোটি টাকার মতো কমিয়ে ৩২৪ কোটি ৬৭ লাখ ২১ হাজার টাকার অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরে ৩৮২ কোটি ৭৬ লাখ টাকা এবং ২০২৬-২৭ অর্থবছরে ৪২০ কোটি ৯৭ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।
বৈঠক সূত্রে জানা যায়, কমিশন সভায় আপ্যায়নসহ বিভিন্ন ধরনের ভাতার পরিমাণ বর্তমানের চেয়ে ৫০ টাকা করে বেড়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, বৈঠকে সংসদ সচিবালয়ের নতুন অর্থবছরের বাজেট অনুমোদন ও চলতি অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া গত বৈঠকের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতিতে কমিটি সন্তোষ প্রকাশ করেছে।
- বিষয় :
- সংসদ
- বাজেট
- বাজেট ২০২৪-২৫