যাত্রী কল্যাণের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি বাস মালিক সমিতির

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৪ | ২২:৩৬ | আপডেট: ০৩ জুন ২০২৪ | ২২:৩৭
বাস মালিকদের প্রেসক্রিপশনে চট্টগ্রাম-কক্সবাজার রুটের স্পেশাল ট্রেন বন্ধ করা হয়েছে বলে যাত্রী কল্যাণ সমিতি যে অভিযোগ করেছে তার প্রতিবাদ জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। তিন দিনের মধ্যে আগের অভিযোগের প্রমাণ দিতে না পারলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা, কার্যকরী সভাপতি হাজী আলাউদ্দিন এবং মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বিবৃতিতে এই কথা বলেন।
সম্প্রতি যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, বাস মালিকদের প্রেসক্রিপশনে চট্টগ্রাম-কক্সবাজার রুটের স্পেশাল ট্রেন বন্ধ করা হয়েছে। বাস মালিকদের সংগঠন বিবৃতিতে বলেছেন, মোজাম্মেল হক চৌধুরী মনগড়া তথ্য পরিবেশন করেছেন। তার বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে পরিবহন মালিকদের সুনাম ক্ষুন্ন হয়েছে।
এর আগে ইঞ্জিন চালক সংকটের কথা জানিয়ে গত বৃহস্পতিবার চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে চলাচলকারী বিশেষ ট্রেনটির চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ রেলওয়ে। এ নিয়ে আলোচনার-সমালোচনার মধ্যেই ১২ জুন থেকে আবারও স্পেশাল ট্রেন চালুর কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে শুধু ঈদযাত্রায় চলবে ট্রেনটি।
- বিষয় :
- পরিবহন
- হুঁশিয়ারি
- মামলা
- যাত্রী কল্যাণ সমিতি