ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ব্রিটেনের রাজনীতিক ফ্যারেজ

পশ্চিমারাই ইউক্রেন যুদ্ধের উস্কানি দিয়েছে

পশ্চিমারাই ইউক্রেন যুদ্ধের উস্কানি দিয়েছে

ব্রিটেনের রাজনীতিক নেতা নাইজেল ফ্যারেজ। ছবি: বিবিসি

সমকাল ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৪ | ১৩:১৯ | আপডেট: ২২ জুন ২০২৪ | ১৩:২৪

ব্রেক্সিট আন্দোলন করে পরিচিতি পাওয়া ব্রিটেনের রাজনীতিক নেতা নাইজেল ফ্যারেজ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পেছনে পশ্চিমা দেশগুলোর উস্কানি ছিল। ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো ইউরোপের পূর্বাঞ্চলের দিকে অধিকতর প্রসারিত হওয়ায় রাশিয়া এ আগ্রাসন চালিয়েছে। 

শনিবার বিবিসিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ফ্যারেজ এসব কথা বলেন। যুক্তরাজ্যের রাজনৈতিক দল রিফর্মের এ নেতা বলেন, ‘অবশ্যই’ যুদ্ধ শুরুটা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভুল ছিল। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর সম্প্রসারণ তাকে রুশ জনগণকে ‘তারা আমাদের দিকে আবারও আসছে’ বলে বুঝানোর সুযোগ দিয়েছে। 

ফ্যারেজের এ বক্তব্যে পুরো পশ্চিমাবিশ্বে বিতর্কের ঝড় তুলেছে। এরইমধ্যে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাজ্য ও ইইউ’র নেতারা। আর লেবার পার্টি বলছে, কোনো সরকারি দায়িত্ব নেওয়ার জন্য তিনি উপযুক্ত নন। 

সাংবাদিক নিক রবিনসনকে দেওয়া ওই সাক্ষাৎকারে ফ্যারেজ নিজেকে ইউক্রেন ইস্যুতে অব্যাহতভাবে সৎ থাকা লোকজনের মধ্যে অন্যতম বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি ব্যক্তি হিসেবে তাকে (পুতিন) অপছন্দ করি। তবে রাজনৈতিক নেতা হিসেবে তিনি প্রশংসার যোগ্য। কারণ, তিনি পুরো রাশিয়ার নিয়ন্ত্রণ নিজ হাতে রাখতে পারছেন।’ 

এ সময় ইউক্রেনে আগ্রাসন প্রসঙ্গে ফ্যারেজ বলেন, ‘অবশ্যই এটা প্রেসিডেন্ট পুতিনের ভুল। তবে আমরা এ যুদ্ধে উস্কানি দিয়েছি।’ 

ফ্যারেজের এ বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাজ্যের রক্ষণশীল দলের নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। তিনি বলেন, ইউক্রেনে বর্বর আগ্রাসনের পক্ষে মত দিতে ফ্যারেজ পুতিনের ভুয়া যুক্তি প্রদর্শন করেছেন। আর লেবার পার্টির মুখপাত্র জন হেলি বলেছেন, ফ্যারেজের এ বক্তব্য তাকে রাষ্ট্রীয় দায়িত্বে ‘অনুপযুক্ত’ বলে প্রতীয়মান করেছে, পার্লামেন্টে কোনো দলের নেতৃত্ব দেওয়াতো দূরের কথা। 

সাবেক ন্যাটো মহাসচিব লর্ড জর্জ রবিনসন তার বিরুদ্ধে ‘ক্রেমলিনের বক্তব্য’ আওড়ানোর অভিযোগ এনেছেন।

আরও পড়ুন

×