কনক সরওয়ারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রবাসী সাংবাদিক ড. কনক সরওয়ার। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৪ | ২০:৩৬
প্রবাসী সাংবাদিক ড. কনক সরওয়ার ও আইনজীবী মহসীন রশিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়েছে। বুধবার শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী অবকাশকালীন চেম্বার আদালতে এ আবেদন করেন।
পরে চেম্বার আদালতের বিচারপতি শাহিনুর ইসলাম আগামী ৪ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানির জন্য নির্ধারণ করেন। আবেদনের পক্ষের আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল এসব তথ্য জানিয়েছেন।
শহীদ বুদ্ধিজীবী হত্যার দায়ে ২০১৩ সালের ৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক আলবদর নেতা চৌধুরী মাঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ২০১৯ সালে মাঈনুদ্দীনের ফৌজদারি অপরাধের বিবরণসহ একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে নিজেকে নির্দোষ দাবি করে যুদ্ধাপরাধী বলায় ব্রিটিশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে হাইকোর্টে মানহানি মামলার আবেদন করেন মাঈনুদ্দীন। দু’দফায় খারিজের পর দেশটির সুপ্রিম কোর্টে ফের মামলার আবেদন করলে, গত ২০ জুন আদালত তাঁকে মামলা করার সুযোগ দিয়ে রায় দেন।
এ রায়ের বিষয়ে ২১ জুন প্রবাসী সাংবাদিক কনক সরওয়ার পরিচালিত টকশোতে অংশ নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মহসীন রশিদ বাংলাদেশের আদালত ও বিচারব্যবস্থা নিয়ে বিরূপ এবং অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন শহীদজায়া শ্যামলী নাসরিন।
- বিষয় :
- আদালত অবমাননা
- সুপ্রিম কোর্ট
- অভিযোগ