বাংলাদেশের দ্বীপগুলো যেন প্লাস্টিকের দ্বীপ

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার সমুদ্র সমৃদ্ধি-বিষয়ক সম্মেলনে আলোচকরা। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪ | ০৭:২০
আইন ও বিধিবিধানের যথাযথ বাস্তবায়নের অভাবে বাংলাদেশের দ্বীপগুলো এখন ‘প্লাস্টিকের দ্বীপ’-এ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সামাজিক নিরাপত্তা নীতি-সহায়তা কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক আমিনুল আরেফিন।
গতকাল বুধবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমুদ্র সমৃদ্ধি-বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের উন্নত শাসন ব্যবস্থা এবং প্রবিধান প্রয়োগের অভাব রয়েছে। ফলে এমন হয়েছে, এ যেন ‘প্লাস্টিক আইল্যান্ড ইন বাংলাদেশ’। সমস্যা থেকে উত্তরণে শাসন ব্যবস্থা শক্তিশালী করা, আঞ্চলিক সহযোগিতা ও অংশীদারিত্ব বাড়ানো, শিক্ষা ও সচেতনতার প্রচার এবং গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগে গুরুত্ব দিয়েছেন তিনি।
‘বিশ্ব মহাসাগর দিবস’ উপলক্ষে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ এ সম্মেলনের আয়োজন করে।
এটির আরেক অধিবেশনে দূষণ দূর করে সমুদ্রের পরিবেশ রক্ষায় টেকসই সমাধানের পথ খুঁজে বের করার ওপর জোর দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, দূষণ সমুদ্রের স্বাস্থ্য তথা পুরো পৃথিবীর জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি খাত এবং সুশীল সমাজের সম্মিলিত সহযোগিতায় সম্ভাব্য সমাধানগুলো খুঁজে বের করা ও তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, বায়োডিগ্রেডেবল উপকরণ ব্যবহার, উন্নত বর্জ্য শোধন ব্যবস্থা এবং সমুদ্র পরিষ্কারের মতো উদ্যোগ দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই ক্ষেত্রগুলোয় গবেষণা ও উন্নয়ন আমাদের সমুদ্র সুরক্ষায় আরও কার্যকর, অর্থনৈতিকভাবে লাভজনক ও টেকসই সমাধান খুঁজে পেতে সহায়তা করবে।
সম্মেলনের মূল প্রবন্ধে যুক্তরাজ্যের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেইলা চৌকরুন বলেন, সমুদ্র অর্থনীতি ব্যবহারের ক্ষেত্রে কেবল মুনাফা বা কেবল প্রবৃদ্ধির চিন্তা না করে টেকসই উন্নয়নের দিকে নজর দিতে হবে।
অনুষ্ঠানে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, আমাদের পরিবেশ ইতোমধ্যে অনেক দূষিত হয়েছে। পরিবেশকে আর দূষিত করা উচিত নয়। ফলে আমার প্রস্তাব হচ্ছে, অর্থায়নের ক্ষেত্রে সবার আগে আর্থিক সংস্থাগুলোকে অগ্রাধিকার দেওয়া।
সম্মেলনে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান সমুদ্র খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, আমাদের প্রতিবেশীদের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পর একটি বিশাল সমুদ্র এলাকা সমৃদ্ধ হয়েছে; তাই অর্থায়ন করুন। আমাদের সমুদ্রের সম্ভাবনাকে কাজে লাগাতে, এগিয়ে নিতে এবং টেকসই উন্নয়ন চালনার জন্য বিনিয়োগ অপরিহার্য।
সম্মেলনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পরিকল্পনা কমিশনের জিইডি বিভাগের সচিব কাওসার আহমেদ ও এডিবির ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়ংও বক্তব্য দেন।
- বিষয় :
- আলোচনা