করোনায় ঢাবি অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদের মৃত্যু

অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ৩১ মে ২০২০ | ১১:৫৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রক্টর বলেন, 'অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ ১০ দিন ধরে গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার ফুসফুসে ইনফেকশন ছিল। তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল। কিন্তু তাকে বাঁচানো যায়নি।'
তিনি আরও বলেন, 'অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।'
প্রক্টর জানান, অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদের স্ত্রী একটি কলেজে অধ্যাপনা করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।