ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

বন্যায় বিদ্যুৎহীন সাড়ে ৯ লাখ গ্রাহক

বন্ধ আছে পল্লীবিদ্যুৎ সমিতি ও পিডিবির ১৮ উপকেন্দ্র 

বন্যায় বিদ্যুৎহীন সাড়ে ৯ লাখ গ্রাহক

ফাইল ফটো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪ | ২২:০৪

ফেনীসহ দেশের দক্ষিণাঞ্চলে প্রলয়ঙ্করী বন্যায় চরম ভোগান্তিতে দিন পার করছেন হাজার হাজার মানুষ। বন্যাকবলিত এলাকায় ১১টি পল্লীবিদ্যুৎ সমিতি ও পিডিবির পাঁচটি বিদ্যুৎ অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুই বিতরণ কোম্পানির বন্ধ আছে মোট ১৮টি উপকেন্দ্র। 

শনিবার বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) প্রায় ৯ লাখ ২৪ হাজার ২৬৬ গ্রাহক। পাশাপাশি পিডিবির প্রায় ৪৩ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। সব মিলিয়ে ৯ লাখ ৬৭ হাজার ২৬৬ জন গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় দুর্ভোগে ছিলেন। আগের দিন শুক্রবার এ সংখ্যা ছিল ১২ লাখ। সংশ্লিষ্টরা জানান, পানি নেমে যাওয়ার সঙ্গে সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আরইবি জানায়, প্রাথমিকভাবে তাদের মোট ২৮৭ লাখ ৬ হাজার টাকার ৭১৯টি বৈদ্যুতিক খুঁটি, ২৪৬ লাখ টাকার ৩২৮টি ট্রান্সফরমার, ১৬৯ দশমিক ১১ লাখ টাকার ২ হাজার ২২৫টি স্প্যান ছিঁড়েছে। ২ দশমিক ১৯ লাখ টাকার ৩১৯টি ইন্সুলেটর, ৯০ লাখ টাকার ৭ হাজার ৪৯৯টি বিদ্যুতের মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত ক্ষতি হয়েছে ৭ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকার। ক্ষয়ক্ষতির মধ্যে ফেনীর হিসাব নেওয়া সম্ভব হয়নি।

পিডিবি জানায়, বন্যায় সুলতানপুর ৩৩-১১ কেভি উপকেন্দ্রটি বন্ধ আছে। ১৩টি ১১ কেভি ফিডার বন্ধ আছে। চৌদ্দগ্রাম ছাড়া কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও চৌমুহনীর বিদ্যুৎ অফিসের অধীনের ৪৩ হাজার গ্রাহক এখন বিদ্যুৎহীন অবস্থায় আছেন। এরমধ্যে ৯টি ট্রান্সফরমার এবং ৪৪টি মিটার পোল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৩ কিলোমিটার ৩৩ কেভি লাইন, ১৫ কিলোমিটার ১১ কেভি লাইন, ১৮ কিলোমিটার ১১-০.৪ কেভি লাইন, ১৭ কিলোমিটার ০.৪ কেভি লাইনের ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে সব মিলিয়ে ক্ষতি হয়েছে ৬০ লাখ টাকার।
 

আরও পড়ুন

×